মোঃ শাকিল আহমেদ, বামনা ( বরগুনা) প্রতিনিধিঃ
জাতীয় সংসদ নির্বাচনের রেশ কাটতে না কাটতেই শুরু হয়েছে উপজেলা নির্বাচনের প্রস্তুতি। বামনায় পুরো উপজেলা জুড়ে বইছে নির্বাচনী হাওয়া।
উপজেলা পরিষদ নির্বাচনের তফসিল ঘোষণার আগেই বামনায় প্রচার প্রচারনায় ব্যস্থ হয়ে পড়েছে সম্ভাব্য উপজেলা চেয়ারম্যান পদ প্রার্থীরা। এলাকা ঝুড়ে বইছে নির্বাচনী হাওয়া। সম্ভাব্য প্রার্থীদের পোস্টার, ফেস্টুন, বিলবোর্ডে ছেয়ে গেছে উপজেলার বিভিন্ন এলাকায়। নেতা কর্মীদের নিয়ে ঘড়োয়া সভা ও জনসংযোগে ব্যস্থ সময় পাড় করেছেন প্রার্থীরা।
সম্ভাব্য প্রার্থীরা এরই মধ্যে এলাকায় ব্যানার-ফেস্টুন টাঙিয়ে সবার কাছে দোয়া চাইছেন। পুরানো প্রার্থীদের সঙ্গে এবার চারদিকে রয়েছে নতুন মুখের ছড়াছড়ি।
উপজেলার বিভিন্ন এলাকায় গুরুত্বপূর্ণ সড়ক ও প্রতিষ্ঠানের সামনে শোভা পাচ্ছে স্বঘোষিত প্রার্থীদের শুভেচ্ছা প্রদর্শিত পোস্টার, ব্যানর, বিলবোর্ড। উপজেলার বিভিন্ন এলাকায় চালিয়ে যাচ্ছে জনসংযোগ ভোটারদের দিয়ে যাচ্ছে নানা প্রতিশ্রুতি।
এবার স্থানীয় নির্বাচনে দলীয় প্রতীক না থাকার খবরে ইতি মধ্যে নতুন মাত্রায় প্রচার প্রচারনা চালাচ্ছে সম্ভাব্য প্রার্থীরা রয়েছে ব্যাপক তৎপরতা। চষে বেড়াচ্ছেন ভোটারদের বাড়ি বাড়ি। হাটে বাজারে করছেন লিপলেট বিতরণ।
এদিকে প্রার্থীদের পাশাপাশি ভোটারদের মধ্যেও রয়েছে নানা আলোচনা সমালোচনার সরগরম, উপজেলার ০৪ টি ইউনিয়নের হাটের বজারের চায়ের দোকান থেকে শুরু করে শহরে বিভিন্ন অলিতে-গলিতে।
উপজেলা পরিষদ নির্বাচনের সম্ভাব্য প্রার্থীরা হলেন, উপজেলার বর্তমান চেয়ারম্যান উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক, মোঃ সাইতুল ইসলাম লিটু মৃধা, সাবেক উপজেলা চেয়ারম্যান মোঃ মানজুরুর রব মুর্তাজা আহসান, ০৪ নং ডৌয়াতলা ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মোঃ মিজানুর রহমান।