তজুমদ্দিনে ছাত্রলীগের সংবাদ সম্মেলন: ছাত্রদল জনবিচ্ছিন্ন হয়ে ছাত্রলীগের উপর দায় চাপাচ্ছে

আইন-অপরাধ আরো বরিশাল রাজনীতি সারাদেশ
শেয়ার করুন...

নিজাম উদ্দিন তজুমদ্দিন প্রতিনিধি (ভোলা)
ভোলার তজুমদ্দিনে জমি সংক্রন্ত বিরোধের জের ধরে পাল্টাপাল্টি হামলার ঘটনায় ছাত্রলীগের উপর দায় চাপিয়ে কেন্দ্রীয় ছাত্রদলের দেয়া প্রেস রিলিজের প্রতিবাদে উপজেলা ছাত্রলীগের নেতৃবৃন্দ সংবাদ সম্মেলন করেছে। রোববার দুপুরে উপজেলা ছাত্রলীগের সভাপতি ও সাধারণ সম্পাদক সংগঠনের নেতা কর্মিদের নিয়ে তজুমদ্দিন প্রেসক্লাবে এ সংবাদ সম্মেলন করেন।

লিখিত বক্তব্যে সভাপতি সাইফুদ্দিন সবুজ দাবী করেন, উপজেলার শম্ভুপুর ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডের আলী ফরাজী বাড়ির সৈনিক খোরশেদ কাজীর সাথে তার চাচাতো ভাই আবদুর রবের সাথে একটি সুপারি বাগানের মালিকানা নিয়ে বিরোধ চলছিল।

গত ৭ অক্টোবর সকালে খোরশেদ কাজী বাগানে সুপারী পাড়তে গেলে এসময় তাদের একই বাড়ির আবদুর রব ও তার স্বজনরা বাধা দেয়।

এ ঘটনায় উভয় পক্ষের মধ্যে হামলা পাল্টা হামলার ঘটনা ঘটে।
এতে খোরশেদ কাজীর ছেলে ও ছাত্রদলের কর্মি কাজী হুমায়ুন আহত হয়ে তজুমদ্দিন হাসপাতালে এবং প্রতিপক্ষের আরেক ছাত্রদল কর্মী হোসেন লালমোহন হাসপাতালে চিকিৎসাধীন। এ ঘটনায় দু-পক্ষের অন্তত ৮জন আহত হয়ে বিভিন্ন স্থানে চিকিৎসা নেয়। পরে ওই দিনই ছাত্রদলের কর্মী কাজী হুমায়ুনের বড়ভাই তজুমদ্দিন থানায় একটি মামলা দায়ের করেন। এরপর ওই মামলায় পুলিশ প্রতিপক্ষের ছাত্রদল কর্মী হোসেনকে গ্রেফতার করে কারাগারে পাঠিয়েছে।

অন্যদিকে, গত ০৭ অক্টোবর (শুক্রবার) কেন্দ্রীয় ছাত্রদলের দপ্তর সম্পাদক মো. জাহাঙ্গীর আলমের স্বাক্ষরিত ‘ছাত্রলীগের সন্ত্রাসী হামলার নিন্দা ও প্রতিবাদ’ শিরোনামে একটি প্রেস বিজ্ঞপ্তি বিভিন্ন অনলাইন ও ফেসবুকে আপলোড করে।
এর প্রেক্ষিতেই মূলত রোববার সকালে তজুমদ্দিন উপজেলা ছাত্রলীগ প্রতিবাদ ও নিন্দা জানিয়ে সংবাদ সম্মেলন।

লিখিত বক্তব্য পাঠ করে উপজেলা ছাত্রলীগের সভাপতি সাইফুদ্দিন সবুজ আরো জানান, এধরনের পারিবারিক একটি বিষয়কে রাজনৈতিক ফয়দা হাসিলের জন্য উপমহাদেশের প্রচীনতম একটি প্রগতিশীল ছাত্র সংগঠনের উপর দায় চাপিয়ে ছাত্রদল নিজেদের জনবিচ্ছিন্ন হয়ে তারা আজ প্রেস রিলিজ নির্ভর সংগঠনে পরিণত করেছে। ছাত্রদলের কেন্দ্রীয় কমিটির এমন মিথ্যা ও ভিত্তিহীন প্রেস রিলিজ দেয়ায় তজুমদ্দিন উপজেলা ছাত্রলীগ নিন্দা ও প্রতিবাদ জানায়।


শেয়ার করুন...

Leave a Reply

Your email address will not be published.