ঢাকা-চট্রগ্রাম রুটে রেল চলাচল স্বাভাবিক

আইন-অপরাধ আরো কুমিল্লা চট্টগ্রাম জাতীয় পরিবেশ
শেয়ার করুন...

কুমিল্লা দক্ষিন জেলা প্রতিনিধিঃ
কুমিল্লার নাঙ্গলকোটে ট্রেন দুর্ঘটনার সোয়া তিন ঘণ্টা পর চট্টগ্রামের সঙ্গে ঢাকা ও সিলেটের রেল যোগাযোগ স্বাভাবিক হয়েছে।

রোববার (১৬ এপ্রিল) রাত ১০টার দিকে ট্রেন চলাচল শুরু হয়। এর আগে সন্ধ্যা পৌনে ৭টার দিকে ওই স্টেশনে‌ দাঁড়িয়ে থাকা মালবাহী ট্রেনকে ধাক্কা দিলে সোনার বাংলা এক্সপ্রেস ট্রেনের ছয়টি বগি লাইনচ্যুত হয়। এরপর থেকে বন্ধ ছিল ঢাকা-চট্টগ্রাম পথে রেল যোগাযোগ।

লাকসাম রেলওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জসিম উদ্দিন খন্দকার বিষয়টি সাংবাদিকদের কে নিশ্চিত করেছেন।

তিনি বলেন, সন্ধ্যা পৌনে ৭টার দিকে দুর্ঘটনা‌ ঘ‌টে। এরপর থেকে বন্ধ ছিল ঢাকা-চট্টগ্রাম পথে রেল যোগাযোগ। সোয়া তিন ঘণ্টার চেষ্টায় বগি সরিয়ে বিকল্প লাইন দিয়ে ট্রেন চলাচল স্বাভাবিক করা হয়। এখনও উদ্ধারকাজ চলমান রয়েছে।
উল্লেখ্য এই দুর্ঘটনায় অনেক ক্ষয় ক্ষতির আসংখ্যা রয়েছে বলে জানান স্থিনীয়রা৷


শেয়ার করুন...

Leave a Reply

Your email address will not be published.