ডক্টর’স মেডিকেল স্টুডেন্ট এসোসিয়েশন লাকসামের কমিটি গঠন

আরো কুমিল্লা চট্টগ্রাম পরিবেশ সারাদেশ স্বাস্থ্য
শেয়ার করুন...

দেলোয়ার হোসেন
ডক্টর’স মেডিকেল স্টুডেন্ট এসোসিয়েশন লাকসামের প্রথম কার্যকরী কমিটি গঠন করা হয়েছে।
১৩ ই অক্টোবর বিভিন্ন মেডিকেলের ডাক্তার নেতৃবৃন্দদের মধ্যে এক সৌজন্য সভায় অনুমোদন করার মাধ্যমে এই এসোসিয়েশনের আনুষ্ঠানিক যাত্রা শুরু হয়।

সৌজন্য সভায় এসোসিয়েশনের প্রতিনিধিদের সঙ্গে উপস্থিত ছিলেন লাকসামের সিনিয়র সুপরিচিত বিশেষজ্ঞ ডাক্তারগণ।

আব্দুল মালেক উকিল মেডিকেল কলেজের পঞ্চম বর্ষের ছাত্র আব্দুল্লাহ আল ফাহাদকে সভাপতি,আর্মি মেডিকেল কলেজের পঞ্চম বর্ষের শিক্ষার্থী তানভীর রায়হান শিহাবকে সহ- সভাপতি এবং কুমিল্লা মেডিকেল কলেজের পঞ্চম বর্ষের ছাত্র ওমায়ের ইসলাম পাটোয়ারীকে সাধারণ সম্পাদক ঘোষণা করে ১২ সদস্যের প্রতিষ্ঠাতা কার্যনির্বাহী কমিটি গঠিত হয়েছে। এতে লাকসামে কর্তব্যরত সিনিয়র এবং জুনিয়র ডাক্তারদের নিয়ে ১৪ সদস্যের উপদেষ্টা পরিষদ গঠন করা হয়েছে।

দেশের বিভিন্ন মেডিকেল ও ডেন্টাল কলেজে অধ্যয়নরত লাকসামের শিক্ষার্থীদের নিয়ে এবছর যাত্রা শুরু করে ডক্টর’স মেডিকেল স্টুডেন্টস এসোসিয়েশন লাকসাম । সেবা, ঐক্য, সম্প্রীতি এই মূলমন্ত্র লালন করে যাত্রা শুরু করে এসোসিয়েশনটি।

এই এসোসিয়েশনের মাধ্যমে বিভিন্ন মেডিকেল কলেজের স্টুডেন্টদের জন্য কল্যাণমূলক কর্মকান্ড, ঐক্য ও সম্প্রীতি বৃদ্ধি , একে অপরের প্রতি সাহায্য সহযোগিতা হাত বাড়িয়ে দেয়া, লাকসাম উপজেলার স্বাস্থ্য ব্যবস্থায় উন্নয়নমূলক কর্মকান্ডে অংশগ্রহণ এবং বিভিন্ন প্রকার সামাজিক ও জনকল্যাণমূলক কর্মকান্ড পরিচালনা করাই হবে এসোসিয়েশনের প্রধান লক্ষ্য ও উদ্দেশ্য।

এসোসিয়েশনের উপদেষ্টা মমতাময়ী হসপিটালের মেডিসিন ও এন্ডোক্রাইনোলজির চিকিৎসক ডা. ওমর আল – মাসুদ রাসেল জানিয়েছেন, এই সংগঠনের স্লোগান হচ্ছে- ” সেবার আদর্শে চির অম্লান চির প্রত্যয়ী মোরা লাকসামের সন্তান “।

সংগঠনের উপদেষ্টা ও আল খিদমাহ্ ডায়াগনস্টিক হসপিটালের মেডিসিনে বিভাগের চিকিৎসক ডা. সাঈদ আনোয়ার বাপ্পি বলেন, লাকসামকে পুরো কুমিল্লা জেলা এবং দেশের মঞ্চে উপস্থাপন করা হবে আমাদের কর্মকান্ডের অন্যতম অংশ।

প্রসঙ্গত, এর আগে বন্যার সময়ে এই এসোসিয়েশনের কার্যক্রম সংক্ষিপ্ত পরিসরে চলমান ছিল।


শেয়ার করুন...

Leave a Reply

Your email address will not be published.