ঝালকাঠিতে জেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে মনোনয়ন প্রত্যাশী ৪ জন

আরো বরিশাল রাজনীতি সারাদেশ
শেয়ার করুন...

ঝালকাঠি সংবাদদাতাঃ আসন্ন জেলা পরিষদ নির্বাচনের তফসিল ঘোষনা হওয়ার পর থেকে বিভিন্ন স্থানে আলোচনা চলছে কে হবেন ঝালকাঠি জেলা পরিষদের চেয়ারম্যান। কে পাবেন আওয়ামী লীগের দলীয় মনোনয়ন এ নিয়ে এখন দখিনের জনপদ ঝালকাঠি সর্বত্র আলোচনা চলছে। মনোনয়ন পেতে সবাই নিজ নিজ দিক থেকে লবিং তদবির চালিয়ে যাচ্ছেন বলে শোনা যাচ্ছে। ইতমধ্যে ক্ষমতাসীন দল বাংলাদেশ আওয়ামী লীগের চারজন প্রার্থী জেলা পরিষদের চেয়ারম্যান পদে প্রার্থী হওয়ার ঘোষনা দিয়েছেন। এরা হলেন, ঝালকাঠি জেলা আওয়ামী লীগের সভাপতি, জেলা পরিষদ প্রশাসক সরদার মো. শাহ আলম, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এ্যাডভোকেট খান সাইফুল্লাহ পনির, জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি, ঝালকাঠি সদর উপজেলা চেয়ারম্যান খান আরিফুর রহমান ও জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি ও ঝালকাঠি চেম্বার অব কমার্সের সাবেক সভাপতি সালাহ্উদ্দিন আহম্মেদ সালেক। তবে এরা সকলেই বলছেন দল যদি তাদের মনোনয়ন দেন তাহলেই তারা প্রার্থী হতে আগ্রহী। তবে দলের সিগ্ধান্তের বাহিরে কেউ প্রার্থী হবেন না। দলীয় সুত্রে জানাগেছে ঝালকাঠিতে জেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে বাংলাদেশ আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদের অন্যতম সদস্য, কেন্দ্রীয় ১৪ দলের সমন্বয়ক ও মুখপাত্র, সাবেক মন্ত্রী আমির হোসেন আমু এমপি যাকে পছন্দ করবেন তিনিই দলীয় মনোনয়ন পাবেন। জেলা পরিষদের চেয়ারম্যান পদে বিএনপি, জাতীয়পাটি ও স্বতন্ত্র কোন প্রার্থীর নাম এখনও শোনা যায়নি। ঘেষিত তফসিল অনুযায়ী-মনোনয়নপত্র দাখিলের শেষ সময় ১৫ সেপ্টেম্বর, মনোনয়নপত্র বাছাই ১৮ সেপ্টেম্বর, মনোনয়নপত্র বাছাইয়ের বিরুদ্ধে আপিল দায়েরের সময় ১৯ থেকে ২১ সেপ্টেম্বর, আপিল নিষ্পত্তি ২২ থেকে ২৪ সেপ্টেম্বর, প্রার্থিতা প্রত্যাহারের শেষ সময় ২৫ সেপ্টেম্বর। প্রতীক বরাদ্দ ২৬ সেপ্টেম্বর। আর ভোটগ্রহণ ১৭ অক্টোবর।


শেয়ার করুন...

Leave a Reply

Your email address will not be published.