ঝালকাঠি সংবাদদাতাঃ র্যালি মাছের পোনা অবমুক্তরণ, সফল মৎস্য খামারীদের সম্মাননা ক্রেস্ট ও জাল বিতরন, আলোচনা সভাসহ নানা আয়োজনে ঝালকাঠিতে জাতীয় মৎস্য সপ্তাহ শুরু হয়েছে। ‘নিরাপদ মাছে ভরবো দেশ বঙ্গবন্ধুর বাংলাদেশ’ প্রতিপাদ্যকে সামনে রেখে রবিবার সকাল সাড়ে ১১ টায় সদর উপজেলা পরিষদ মিলনায়তনে আলোচনা সভার আয়োজন করা হয়। প্রধান অতিথি হিসেবে ভার্চুয়ালি সংযুক্ত থেকে মৎস্য সপ্তাহ উদ্বোধন করেন ১৪ দলের সমন্বায়ক ও মুখপাত্র আমির হোসেন আমু এমপি। এসময় তিনি বলেন, দেশের অর্থনীতির চাকা স্বচল এবং গ্রামীন অর্থনীতিকে সমৃদ্ধ করতে মৎস সম্পদ গুরুত্ব পূর্ন অবদান রাখছে। অসাধু মৎস শিকারীদের কারনে দিন দিন প্রাকৃতিক উৎসের দেশীয় মাছ হারিয়ে যাচ্ছে উলেখ করে তিনি বলেন এচাষে বেশি করে যুবসমাজকে সম্পৃক্ত করতে পারলে একদিকে তাদেরআর্থ সামাজিক আবস্থার উন্নয়ন হবে অন্যদিকে দেশে বৈদেশিকমুদ্রা অর্জনের পথ সুগম হবে। অনুষ্ঠানে জেলা প্রশাসক মো. জোহর আলীর সভাপতিত্বে অন্যান্যের মধ্যে জেলা আওয়ামী লীগ সভাপতি সরদার মো. শাহ আলম, সদর উপজেলা চেয়ারম্যান খান আরিফুর রহমান, অতিরিক্ত পুলিশসুপার (সদর সার্কেল) প্রশান্ত কুমার দে, জেলা মৎস্য কর্মকর্তারিপন কান্তি ঘোষ, সদর উপজেলা নির্বাহী অফিসার সাবেকুন নাহার প্রমুখ বক্তব্য রাখেন। পরে সফল মৎস্য খামারীদের মাঝে সম্মাননা ক্রেস্ট, জেলেদের বৈধ সুতার জাল বিতরণ ও উপজেলা পরিষদ পুকুরে বিভিন্ন প্রজাতির মাছের পোনা অবমুক্ত করা হয়। ঝালকাঠি জেলাপ্রশাসন ও মৎস অধিদপ্তর যৌথভাবে এর আয়োজন করে।