ঝালকাঠিতে কৃষকের কাছ থেকে ধান সংগ্রহ শুরু

অর্থনীতি কৃষি বরিশাল সারাদেশ
শেয়ার করুন...

ঝালকাঠি প্রতিনিধিঃ ঝালকাঠিতে সরাসরি কৃষক ও মিলারের নিকট হতে এ্যাপসের মাধ্যমে সরকার নির্ধারিত মূল্যে বোরো/২০২২ ধান ও চাল সংগ্রহ শুরু হয়েছে।

উপজেলা প্রশাসন ও খাদ্য বিভাগ ঝালকাঠির আয়োজনে বৃহস্পতিবার (১২এপ্রিল) দুপুর ১ টায় জেলা খাদ্য গোডাউন চত্বরে ধান ও চাল সংগ্রহ কর্মসুচীর আনুষ্ঠানিক উদ্বোধন করেছেন অনুষ্ঠানের প্রধান অতিথি জেলা প্রশাসক মোহাম্মদ জোহর আলী। এ সংগ্রহ অভিযান আগামী ৩১ আগস্ট পর্যন্ত চলমান থাকবে।

অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন কৃষি সম্প্রসারণ অধিদপ্তর ঝালকাঠির উপ-পরিচালক মো. মনিরুল ইসলাম, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা সাবেকুন নাহার, ভারপ্রাপ্ত জেলা খাদ্য নিয়ন্ত্রক মো. নাজমুল হোসাইন

ঝালকাঠি খাদ্য গুদামের সংরক্ষণ ও চলাচল কর্মকর্তা এস,এম মোহেববুল্ল্যাহ বলেন, এবছর ২৭ টাকা কেজি দরে ধান এবং ৪০ টাকা কেজি দরে চাল সংগ্রহ করা হচ্ছে। ঝালকাঠি সদর থেকে সরকার নির্ধারিত মূল্যে ৪৯১ টন ধান এবং ৫৯ টন চাল ক্রয় করা হবে।

এ কর্মসুচী উদ্বোধনকালে জেলা প্রশাসক মোহাম্মদ জোহর আলী বলেন, ‘এ্যাপসের মাধ্যমে লটারী করে কৃষক ও মিল মালিক নির্ধারন করা হয়েছে। এখানে কোনোরকম ঝামেলা ছাড়াই নির্বিগ্নে কৃষকরা ধান বিক্রি করতে পারতেছে।’

সংগ্রহ মৌসুমের শেষের দিকে তাড়াহুড়ো না করে পরিকল্পনা মোতাবেক সংগ্রহ কার্যক্রম সফল করতে খাদ্য বিভাগের কর্মকর্তাদের প্রতি নির্দেশনাও দেন তিনি। পাশাপাশি ধান ও চালের গুনগত মানের সাথে কোনো প্রকার আপস না করার কথাও জানান ডিসি।

সদর উপজেলার কৃষ্ণকাঠি গ্রামের কৃষক মোহাম্মদ আলম তালুকদার বলেন, ‘মোবাইলে আবেদন করে লটারীতে টিকে আজ তিন টন ধান নিয়ে আসছি। আশা করা যায় এ সিস্টেমটি সম্পুর্ণরুপে চালু থাকলে খাদ্যবান্ধব দেশ হিসেবে আমরা আরো এগিয়ে যাব।’

তিন টন চাল নিয়ে আসা ঝালকাঠি সদর উপজেলার লেশ প্রতাপ গ্রামের আরেক কৃষক মাসুদুর রহমান বলেন, ‘আমাদের কষ্ট আর দুশ্চিন্তার দিন শেষ করে দিয়েছে শেখ হাসিনা সরকার। ঘরে বসে মোবাইলের মাধ্যমে চলতি বোরো মৌসুমে ২৭ টাকা কেজি দরে সরকারের কাছে ধান বিক্রি করলাম। এ যেনো স্বপ্নের মতো।

উলেখ্য, গত ২৪ ফেব্রুয়ারি খাদ্য পরিকল্পনা ও পরিধারণ কমিটির এক সভায় চলতি বোরো মৌসুমে সারাদেশে সরাসরি কৃষকের কাছ থেকে ২৭ টাকা কেজি দরে ৬ লাখ ৫০ হাজার মেট্রিক টন ধান, মিলারদের কাছ থেকে ৪০ টাকা কেজি দরে ১১ লাখ মেট্রিক টন সিদ্ধ চাল ও ৩৯ টাকা কেজি দরে পঞ্চাশ হাজার মেট্রিক টন আতপ চাল সংগ্রহের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়।

image_pdfimage_print

শেয়ার করুন...

Leave a Reply

Your email address will not be published.