জামালপুরে বৈষম্যবিরোধী ছাত্র-আইনজীবী সংঘর্ষ

আইন-অপরাধ আরো পরিবেশ ময়মনসিংহ সারাদেশ
শেয়ার করুন...

হাফিজুর রহমান জামালপুর জেলা প্রতিনিধিঃ
জামালপুরে আইনজীবীদের সঙ্গে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতা-কর্মীদের সংঘর্ষ হয়।
জামালপুরে আইনজীবীদের সঙ্গে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতা-কর্মীদের সংঘর্ষ ও ধাওয়া-পাল্টা ধাওয়া হয়েছে। আজ সোমবার দুপুরে জামালপুর জেলা ও দায়রা জজ আদালত চত্বরে আইনজীবী সমিতির কার্যালয়ের সামনে এ ঘটনায় দুই পক্ষের অন্তত ৮ জন আহত হয়েছেন।
শিক্ষার্থী ও প্রত্যক্ষদর্শীরা জানায়, সম্প্রতি ইসলামপুর ও দেওয়ানগঞ্জে দুইটি ধর্ষণের বিচারের দাবিতে শহরের দয়াময়ী চত্বরে মানববন্ধন করে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের স্থানীয় নেতা-কর্মীরা। মানববন্ধন শেষে ওই ধর্ষণ মামলা দুটির আসামির পক্ষের আইনজীবীদের সঙ্গে কথা বলতে যায় তারা। এসময় অভিযুক্ত এক আসামির বয়স কম দেখিয়ে জামিন করানোর বিষয়ে আইনজীবীর সঙ্গে ছাত্রদের বাকবিতন্ডা হয়। পরে তাদের মধ্যে ধাওয়া-পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে। এতে দুই পক্ষের অন্তত ৮ জন আহত হয়ে হাসপাতালে চিকিৎসাধীন।
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের মিডিয়া সেল সম্পাদক আমিনুল এহসান বলেন, ‘আইনজীবীরা ভুল তথ্য দিয়ে ধর্ষণ মামলার আসামিকে জামিন করিয়েছে। সাধারণ শিক্ষার্থীরা এর প্রতিবাদ করতে গেলে তাদের ওপর হামলা করা হয়।
জামালপুর আইনজীবী সমিতির অ্যাডভোকেট ও জেলা বিএনপির সাধারণ সম্পাদক শাহ মো. ওয়ারেছ আলী মামুন বলেন, ‘একটি মামলাকে কেন্দ্র করে ছাত্ররা আইনজীবীদের সঙ্গে কথা বলতে আসে। দুর্ভাগ্যজনকভাবে এখানে বিশৃঙ্খলার ঘটনা ঘটে। এর প্রেক্ষিতে সমস্যার সৃষ্টি হয়। পরে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা নিয়ন্ত্রণে আনে।
জামালপুর অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) ইয়াহিয়া আল মামুন বলেন, আইনজীবীদের সঙ্গে ছাত্রদের ঝামেলা হয়েছে। বিষয়টি জানার পর ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণ করা হয়। এ ঘটনায় কোনো অভিযোগ পেলে পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে। এ ছাড়া এখন পর্যন্ত কাউকে আটক করা হয়নি।


শেয়ার করুন...

Leave a Reply

Your email address will not be published.