আশরাফুর রহমান রাহাত, জামালপুর থেকেঃ “শেখ হাসিনার বাংলাদেশ ক্ষুধা হবে নিরুদ্দেশ” এই স্লোগানকে সামনে রেখে জামালপুরে অভ্যন্তরীণ বোরো ধান-চাল সংগ্রহ অভিযান-২০২২ এর শুভ উদ্বোধন করা হয়েছে।
রবিবার সকালে সিংহজানী এলএসডি সংরক্ষণ ও চলমান কর্মকর্তার কার্যালয়ে উপজেলা সংগ্রহ ও মনিটরিং কমিটি, জামালপুর সদরে এই উদ্বোধন করা হয়।
উপজেলা সংগ্রহ ও মনিটরিং কমিটির সভাপতি ও জামালপুর সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা লিটুস লরেন্স চিরানের সভাপতিত্বে সংরক্ষণ ও চলাচল কর্মকর্তা উত্তম কুমার দাসের সঞ্চালনায় বোরো সংগ্রহ অভিযানের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন ও ফিতা মন্ত্রণালয়কেটে উদ্বোধন করেন বিজ্ঞান ও প্রযুক্তি সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সদস্য আলহাজ্ব ইঞ্জিনিয়ার মোজাফফর হোসেন সিআইপি।
বিশেষ অতিথির বক্তব্য রাখেন জেলা পরিষদের প্রশাসক আলহাজ্ব ফারুক আহম্মেদ চৌধুরী, জামালপুর পৌরসভার মেয়র ও শহর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আলহাজ্ব মোহাম্মদ ছানোয়ার হোসেন ছানু, জামালপুর সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান মোহাম্মদ আবুল হোসেন, জেলা খাদ্য নিয়ন্ত্রক মোঃ শফি আফজালুল আলম, মিল মালিক সমিতির সভাপতি আওলাদ হোসেন খসরু, সাধারণ সম্পাদক আলহাজ্ব এ কে এম শফিকুল ইসলাম জুলহাস প্রমুখ।
জানা যায়, জামালপুর সদর উপজেলায় ৪১হাজার ৬শ ৮৮জন কৃষক অনলাইনে নিবন্ধন করেন। ১ম লটারিতে ৫শ ৩৩জন কৃষক নির্বাচিত হয়। ৫শ ৩৩জন নির্বাচিত কৃষকদের কাছ থেকে বোরো মৌসুমে প্রতি কেজি ৪০ টাকা দরে ১৬ হাজার ৪শ ৪২ মেট্রিকটন সিদ্ধ চাল এবং প্রতি কেজি ২৭ টাকা দরে ৪ হাজার ৮শ ৪৭ মেট্রিকটন ধান সংগ্রহের লক্ষমাত্রা নির্ধারণ করা হয়েছে।
আগামী ৩১ আগষ্ট পর্যন্ত সিদ্ধ চাল ও ধান সংগ্রহ করা হবে বলে জানান সিংহজানী এলএসডি সংরক্ষণ ও চলমান কর্মকর্তা কার্যালয় কর্তৃপক্ষ।
সংরক্ষণ ও চলমান কর্মকর্তা উত্তম কুমার দাস বলেন এই অফিসের কর্মকর্তা ও কর্মচারীবৃন্দ বিভিন্ন দিবসে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ করতে পারেন না। তাই আমি এই সিংহজানী এলএসডি সংরক্ষণ ও চলমান কর্মকর্তার কার্যালয়ের সামনে বঙ্গবন্ধুর অস্থায়ী ম্যুরাল তৈরি করলাম। ভবিষ্যতে বঙ্গবন্ধুর ম্যুরালটি যাতে স্থায়ী ভাবে নির্মাণ করা হয়, সেই বিষয়ে দাবি জানান।