বিশেষ প্রতিনিধিঃ জলবায়ু পরিবর্তনে ক্ষয়ক্ষতি পুষিয়ে আনতে যুবদের ভূমিকা তুলে ধরা এবং তাদের কর্মগুলোকে স্থানীয় ও জাতীয় পর্যায়ে ছড়িয়ে দেয়ার উদ্দেশ্যে একশ’র অধিক যুব সংগঠন নিয়ে দুইদিনব্যাপী যুব সংলাপের আয়োজন করেছে স্থায়ীত্বশীল উন্নয়নের জন্য সংগঠন ইপসার সেন্টার ফর ইয়ুথ এ্যান্ড ডেভেলপমেন্ট (সিওয়াইডি)। গতকাল এবং আজ (৪-৫ জুন, ২০২১) ভার্চুয়াল মাধ্যমে এ সংলাপের আয়োজন করা হয়। ইপসার প্রকল্প ব্যবস্থাপক ও ইয়ুথ ফোকাল মো. আব্দুস সবুরের উপস্থাপনায় এতে সভাপতিত্ব করেন ইপসার প্রধান নির্বাহী মো. আরিফুর রহমান। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিরাজগঞ্জ-১ আসনের জাতীয় সংসদ সদস্য তানভির শাকিল জয়। এছাড়া বিশেষ অতিথি আরো উপস্থিত ছিলেন ব্রিটিশ কাউন্সিলের সিনিয়র আইবিপি ম্যানেজার শিরিন লিরা, ইয়ং ক্লাইমেট এক্টিভিস্ট সোহানুর রহমান, পরিবেশ অধিদপ্তর (কক্সবাজার) সহকারি পরিচালক সংযুক্তা দাশ গুপ্তা, সেভ দ্য চিলড্রেন বাংলাদেশের সিনিয়র প্রোগ্রাম অফিসার ওবাইদুল ইসলাম প্রমুখ।
ইপসার প্রধান নির্বাহী মো. আরিফুর রহমান বলেন, জলবায়ু পরিবর্তন প্রত্যয়টিকে এখন জলবায়ু সংকট বলার সময় এসেছে। জলবায়ু পরিবর্তন মোকাবেলায় সরকার অনেক উদ্যোগ বাস্তবায়ন করছে। জলবায়ু পরিবর্তনে যুব সংগঠনগুলো বিভিন্ন সৃজনশীল কার্যক্রম নিয়ে যেভাবে এগিয়ে এসেছে তা জলবায়ু সংকট মোকাবেলায় সাহায্য করবে।
প্রধান অতিথি জাতীয় সংসদ সদস্য তানভির শাকিল জয় বলেন, জলবায়ু পরিবর্তনের প্রভাব সম্পর্কে প্রত্েযকের দায়িত্ব সম্পর্কে জানতে হবে। তরুনরা দেশের চালিকাশক্তি। তাই তরুনদের সাথে নিয়েই জলবায়ু পরিবর্তনের সংকট মোকাবেলা করতে হবে।
যুব সংলাপে অংশগ্রহণকারী বিভিন্ন যুব সংগঠনগুলো তাদের বিভিন্ন সামাজিক ও পরিবেশবান্ধব উদ্যোগ ও কর্মসূচি তুলে ধরেন।