বিল্লাল হোসেন, যশোর থেকেঃ
যশোরের চৌগাছায় এক কাঠ মিস্ত্রির ঝুলন্ত মৃতদেহ উদ্ধার হয়েছে। পুলিশ বলছে, তার মৃত্যু নিয়ে রহস্য রয়েছে।
নিহতের নাম রুমন হোসেন হাওলাদার (১৯)। তিনি পিরোজপুর সদর উপজেলার বাইনখালি গ্রামের রফিকুল ইসলাম হাওলাদারের ছেলে। রুমন চৌগাছার ডিভাইন গ্রুপের নির্মাণাধীন ডিভাইন হাসপাতালে কাঠ মিস্ত্রির কাজ করতেন।
জানা গেছে, রোববার চৌগাছা পৌরসভার ৫নং ওয়ার্ডের চৌগাছা মডেল মাধ্যমিক বিদ্যালয়ের পাশের একটি নির্মাণাধীন বাড়ির লিন্টেলে রশি দিয়ে ঝুলন্ত অবস্থায় মরদেহটি উদ্ধার হয়। এ সময় তার ব্যবহৃত স্মার্টফোনটি পাশে রাখা ছিলো।
রুমন হাওলাদারের মেসের কক্ষের সঙ্গী আলামিন, রুমমেট ও খালাতো ভাই ইমাম হোসেন এবং রুমমেট ও মামাতো ভাই সাইমুন জানান, তারা এক থেকে দেড় বছর ধরে একটি মেসের এক কক্ষেই থেকে ডিভাইন গ্রুপের নির্মাণাধীন হাসপাতালে কাঠের শ্রমিকের কাজ করেন। প্রতিদিনের মত শনিবার রাত সাড়ে নয়টা-দশটার দিকে তারা খাওয়া শেষে একসাথে সবাই ঘুমিয়ে পড়েন।
রবিবার সকালে পাশের কক্ষের শ্রমিক প্রবীর কুমার প্রকৃতির ডাকে সাড়া দিতে মেসের পাশে নির্মাণাধীন আরেকটি মেসে গেলে দেখতে পান রুমনের মরদেহ একটি রশিতে ঝুলছে।
চৌগাছা থানার উপ-পরিদর্শক (এসআই) বিপ্লব সরকার জানান, মৃত্যু নিয়ে রহস্য আছে। ময়নাতদন্তের রিপোর্ট পেলে মৃত্যুর সঠিক কারণ নির্ণয় করা যাবে।