চিলমারীতে ইলেকট্রিক মেশিন দিয়ে মাছ ধরায় ৬ জেলে আটক

আইন-অপরাধ আরো পরিবেশ রংপুর সারাদেশ
শেয়ার করুন...

হাবিবুর রহমান, চিলমারী (কুড়িগ্রাম) প্রতিনিধিঃ কুড়িগ্রামের চিলমারীতে ব্রহ্মপুত্র নদে ইলেকট্রিক শক মেশিন দিয়ে, মাছ ধরার সময় দুটি ইলেকট্রিক মেশিনসহ ৬ জেলেকে আটক করেছেন, চিলমারী নৌ-বন্দর থানা পুলিশ। গতকাল রোববার (১ডিসেম্বর) দিবাগত রাত সাড়ে দশটার দিকে, পুলিশ পরিদর্শক ইমতিয়াজ কবিরের নেতৃত্বে নৌ-বন্দর থানা পুলিশের একটি টিম। উপজেলার বড়ভিটার চর এলাকায় ব্রহ্মপুত্র নদে অভিযান চালিয়ে, ইলেকট্রিক শক মেশিন দিয়ে মাছ ধরার সময় ৬ জেলেসহ মাছ ধরার কাজে ব্যবহৃত দুইটি মেশিনও জব্দ করা হয়েছে। পরে জেলেদেরকে চিলমারী মডেল থানায় হস্তান্তর করা হয়েছে। বিষয়টি নিশ্চিত করেছেন, চিলমারী নৌ-বন্দর থানা পুলিশের পরিদর্শক ইমতিয়াজ কবির। আটককৃতরা হলো, উপজেলার রানীগঞ্জ ইউনিয়নের দক্ষিণ ওয়ারী এলাকার শ্রী মিলন চন্দ্র দাশ (৪১), নয়ন চন্দ্র দাশ (৩২), ফকিরেরভিটা এলাকার মিলন মিয়া (৩৫) শিমুলতলি বাধ এলাকার আবু বকর সিদ্দিক (২৪) ফকিরেরভিটা এলাকার সাদ্দাম (৩০) সহ ফুলবাড়ী উপজেলার দক্ষিণ বড়ভিটার জেলে পাড়া এলাকার শ্রী চন্দন কুমার বিশ্বাস (৩২)। চিলমারী মডেল থানার কর্মকর্তা (ওসি) নাজমুস সাকিব সজীব বলেন, আটককৃত ৬ জেলের বিরুদ্ধে মৎস্য আইনে মামলা করা হয়েছে। এবং আজ দুপুরে তাদের কে কুড়িগ্রাম জেল হাজতে প্রেরন করা হয়েছে। বলে জানান তিনি।


শেয়ার করুন...

Leave a Reply

Your email address will not be published.