চাখারে স্কুল ছাত্রকে হত্যাচেষ্টার সংবাদ সত্য নয় বলে দাবি

আইন-অপরাধ আরো পরিবেশ বরিশাল সারাদেশ
শেয়ার করুন...

রাহাদ সুমন,বানারীপাড়া(বরিশাল)প্রতিনিধি:
বানারীপাড়ায় স্কুল ছাত্রকে হত্যা চেষ্টার অভিযোগ’ শিরোণামে ১১ সেপ্টেম্বর সোমবার চাখারের কয়েকজন এইচএসসি পরীক্ষার্থীকে জড়িয়ে বরিশালের একটি অনলাইন পত্রিকায় সংবাদ প্রকাশিত হয়।

প্রকাশিত ওই সংবাদটি যে অভিযোগের বরাত দিয়ে প্রকাশ করা হয়েছে সেই অভিযোগ সম্পূর্ণ মিথ্যা,ভিত্তিহীন, বানোয়াট ও উদ্দেশ্যপ্রণোদিত বলে দাবি করেছে চলমান এইচএসসি পরীক্ষার্থী রাসেল , রাহাত ,সাইফুল ও হাফিজুল।

তাদের দাবি একটি তুচ্ছ ঘটনাকে ভিন্ন খাতে প্রবাহিত করে বিশাল রংরূপ দিয়ে তাদের শিক্ষা জীবন ক্ষতিগ্রস্থ ও পারিবারিক এবং সামাজিক ভাবমূর্তি ক্ষুন্ন করার ঘৃণ্য প্রয়াসে স্থাণীয় কুচক্রি মহলের প্ররোচনায় গুরুতর আহত হওয়ার নাটক সাজিয়ে চাখারের বড় চাউলাকাঠি গ্রামের মুক্তার বালীর ছেলে সাইফুল বালী নামের ওই স্কুল ছাত্রকে বরিশাল শেবাচিম হাসপাতালে ভর্তি করানো হয় এবং সাংবাদিকদের কাছে মিথ্যা অভিযোগ দিয়ে উক্ত মিথ্যা, ভিত্তিহীন ও মনগড়া সংবাদ প্রকাশ করানো হয়েছে। তাদের দাবি সাইফুল বালীকে প্রথমে বানারীপাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করার চেষ্টা করে ব্যর্থ হয়ে পরে বরিশাল শেবাচিম হাসপাতালে নিয়ে ভর্তি করিয়ে নাটক মঞ্চস্থ করা হচ্ছে। মিথ্যা মামলা দিয়ে তাদের চলমান এইচএসসি পরীক্ষায় বাধা সৃষ্টি করে ভবিষ্যৎ সুন্দর জীবন ধংশ করার অপতৎপরতা চলছে বলেও ওই চার পরীক্ষার্থী দাবি করেছে। তদন্তপূর্বক প্রকৃত সত্য উদঘাটনের জন্য তারা প্রশাসনের কাছে জোর দাবিও জানিয়েছে।

এদিকে ওই স্কুল ছাত্রের মাদক সেবনের একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে ভাইরাল হয়েছে।


শেয়ার করুন...

Leave a Reply

Your email address will not be published.