চট্টগ্রামের মিরসরাইয়ে মহানগর প্রভাতী ট্রেনের ধাক্কায় পর্যটকবাহী মাইক্রোবাসের ১১ যাত্রী নিহত হয়েছেন

আইন-অপরাধ আরো চট্টগ্রাম ভ্রমন গাইড শিক্ষা শিক্ষা সাহিত্য সারাদেশ
শেয়ার করুন...

শুক্রবার (২৯ জুলাই) দুপুর সোয়া ১টার দিকে উপজেলার খৈয়াছড়া এলাকায় এ দুর্ঘটনা ঘটেছে। নিহতের পরিচয় তাৎক্ষণিক পাওয়া যায়নি।

প্রত্যক্ষদর্শীদের সাথে আলাপকালে জানা গেছে, খৈয়াছড়া ঝর্ণা দেখতে আসা পর্যটকেরা বড়তাকিয়া রেল স্টেশন এলাকায় অবৈধ ক্রসিংপার হতে গিয়ে মহানগর প্রভাতী ট্রেনের সাথে ধাক্কা লাগে। এতে মাইক্রোবাসটি কয়েকগজ দূরে গিয়ে দুমড়েমুছড়ে যায়। এতে ঘটনাস্থলে মাইক্রোর সবাই নিহত হয় বলে জানা গেছে। ।
সীতাকুণ্ড রেলওয়ে পুলিশের ইনচার্জ খোরশেদ আলম বলেন, ঢাকা থেকে চট্টগ্রামমুখী মহানগর প্রভাতী ট্রেন ও মাইক্রোবাসের মধ্যে সংঘর্ষ হয়েছে। তবে নিহতের সংখ্যা এখনো বলা যাচ্ছে না। ধারণা করা হচ্ছে মাইক্রো বাসে থাকা সকলে মারা গেছেন।


শেয়ার করুন...

Leave a Reply

Your email address will not be published.