মোঃ শাকিল আহমেদ, বামনা ( বরগুনা) প্রতিনিধিঃ
ঘূর্ণিঝড় রেমালের তান্ডবে বরগুনার বামনায় ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। মাছের ঘেড় তলিয়ে গেছে। গবাদিপশু ভাসিয়ে নিয়ে গেছে। অনেকের গৃহপালিত হাঁস- মুরগি মারা গেছে। আউশ আমনের ক্ষেত তলিয়ে গেছে। গাছপালা পড়ে অনেকের গড়বাড়ি তছনছ হয়েছে। পানি বন্ধি রয়েছে উপকূলীয় অঞ্চলের জনসাধারণ।
নেটওয়ার্ক সমস্যা বিদ্যুৎ বিছিন্ন দুই দিন যাবৎ। পানিতে তলিয়ে গেছে ডৌয়াতলা, পিপুলিয়া, খোলপটুয়া বাজার। বামনার ঘোপখালী এলাকায়ও ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। সড়ক ও মহাসড়কের বিভিন্ন স্থানে গাছপালা পড়ে আছে। যার ফলে যোগাযোগ বিছিন্ন রয়েছে, বিভিন্ন এলাকায় বেরীবাধ ভেঙ্গে গিয়ে পানিতে তলিয়ে বাড়ি ঘড় এতে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে।
রামনা লঞ্চ ঘাটের বেরীবাধ ছুটে দোকান পাট সব বিলীন হয়ে গেছে। রামনা পুরাতন লঞ্চ ঘাট বেরীবাধ ছুটে পানিতে প্লাবিত হয়েছে শতাধিক গড়বাড়ি ফসলের মাঠ, পুরাতন বামনা সুলিজ সংলগ্ন ওয়াপদা ভেঙ্গে পানি উঠেছে, চেঁচান ওয়াপদা রাস্তা গর্ত হয়ে পানিতে প্লাবিত হয়েছে শতাধিক বাড়িঘড়, চালিতাবুনিয়া রাস্তার পাশে শহিদ হাওলাদার পিং আছমত হাওলাদার এর দোকানের উপর গাছ উপরে পরে দোকানের ক্ষয়ক্ষতি হয়েছে, তুলাতলা বাজারে হাচিব পিং মজিবুল হক জোমাদ্দার এর দোকান ঘড় ভেঙে তছনছ, পশ্চিম শফিপুর আয়নাল মিয়ার ঘড়ের উপর গাছ পরে ঘড় ভেঙে গেছে এবং তার ছোট মেয়ে আহত হয়েছে বর্তমানে বামনা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি রয়েছে। পশ্চিম শফিপুর ছিদ্দিক পিং আঃ হক হাওলাদার এর ঘড়ের উপর গাছ ভেঙে পরে চালের ছাউনি উরিয়ে নিয়ে গেছে।
এছাড়াও বিভিন্ন এলাকায় সড়কে মহাসড়কে গাছ পালা ভেঙে পরেছে, বিদ্যুৎতের তারের উপর গাছ ভেঙে পরে তার ছিড়ে গেছে, বিদ্যুৎতের খুটি উপরে পড়েছে ফলে বিদ্যুৎ সংযোগ বিছিন্ন রয়েছে।
বামনা উপজেলা পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মোঃ সাইতুল ইসলাম লিটু মৃধা বিভিন্ন এলাকা পরিদর্শন করেছেন এবং বিভিন্ন এলাকায় বেরীবাধের জন্য স্থানীয় জনসাধারণের সহযোগিতা করেছেন।