জহুরুল ইসলাম হালিম, রাজবাড়ীঃ
২০০৪ সালের ২১ আগষ্ট বর্বরোচিত গ্রেনেড হামলায় আইভি রহমানসহ ২৪ জন নেতাকর্মী হত্যার প্রতিবাদে রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলা আওয়ামী লীগ কার্যালয়ে পৌর আওয়ামী লীগের আয়োজনে রোববার (২১ আগস্ট) বিকালে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
পৌর আওয়ামী লীগের সভাপতি মো. নজরুল ইসলাম মন্ডল এর সভাপতিত্বে ও পৌর আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক সালাহউদ্দিন মাহমুদ রেজার সঞ্চালনায় এসময় বক্তব্য রাখেন উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও উপজেলা পরিষদের চেয়ারম্যান মো. মোস্তফা মুন্সী, ভাইস চেয়ারম্যান মো. আসাদুজ্জামান চৌধুরী, সহ-সভাপতি মো. শহিদুল ইসলাম খান, মো. গোলজার হোসেন মৃধা,
সাধারণ সম্পাদক বিপ্লব ঘোষ, যুগ্ম-সাধারণ সম্পাদক মোহাম্মদ আলী মোল্লা, সাংগঠনিক সম্পাদক মো. নাসির উদ্দিন রনি, পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শফিকুল ইসলাম সুজ্জলসহ এসময় আরও উপস্থিত ছিলেন ছাত্র লীগ, যুব লীগ সহ অংঙ্গ সংগঠনের নেতাকর্মীরা।
আলোচনা সভায় বক্তরা বলেন বাংলাদেশের ইতিহাসে এখন পর্যন্ত নৃশংস সহিংসতার যেসব ঘটনা ঘটেছে, ২১শে আগষ্ট গ্রেনেড হামলার ঘটনা তার মধ্যে অন্যতম একটি। বিএনপি-জামায়াত জোট সরকারের আমলে ২০০৪ সালের এই দিনে বঙ্গবন্ধু এভিনিউ এ আওয়ামী লীগের ‘সন্ত্রাস, জঙ্গিবাদ ও দুর্নীতিবিরোধী’ সমাবেশে এক নারকীয় গ্রেনেড হামলার ঘটনা ঘটে। বাংলাদেশে এক কলঙ্কময় অধ্যায়ের জন্ম দেয়। এই হামলায় মাননীয় প্রধানমন্ত্রী আহত হলেও ঐ দিন প্রয়াত রাষ্ট্রপতি মো. জিল্লুর রহমানের সহধর্মিণী ও মহিলা আওয়ামী লীগের নেত্রী বেগম আইভি রহমানসহ আওয়ামী লীগের ২৪ জন নেতাকর্মী নিহত হন এবং ৪শ জন এর মত আহত হয়েছিলেন। এ সময় বক্তারা ২১ আগষ্ট গ্রেনেড হামলার সাথে জড়িত হামলাকারিদের অবিলম্বে আইনের আওতায় এনে বিচার এর দাবি জানিয়েছেন। একই সাথে এই হামলার সাথে জড়িত সকল ষড়যন্ত্রকারিদেরও আইনের আওতায় এনে বাংলার ইতিহাসকে কলংঙ্কমুক্ত করার ও দাবি জানান।
সভা শেষে নিহতদের আত্মার মাগফিরাত কামনায় দোয়া অনুষ্ঠিত হয়।