গোয়ালন্দে বাল্যবিয়ে ও ইভটিজিং প্রতিরোধে সচেতনতামূলক সভা অনুষ্ঠিত

আইন-অপরাধ আরো ঢাকা পরিবেশ সারাদেশ
শেয়ার করুন...

জহুরুল ইসলাম হালিম, রাজবাড়ী সংবাদদাতাঃ
বাল্যবিবাহ ও ইভটিজিং প্রতিরোধ,দরিদ্র মেয়ে শিশুদের শিক্ষার ক্ষেত্রে নানা প্রতিকূলতা দূর করাসহ বিভিন্ন বিষয় নিয়ে সচেতনতামূলক সভা অনুষ্ঠিত হয়েছে রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলার দৌলতদিয়ায় ।

এতে উপজেলার দৌলতদিয়া ইউনিয়নের তিনটি শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক ও ম্যানেজিং কমিটির সদস্যরা অংশগ্রহণ করেন।

বৃহস্পতিবার (২৫ আগষ্ট) দুপুরে বেসরকারি সংগঠন মুক্তি মহিলা সমিতির সভাকক্ষে সমিতির ‘আলো’ প্রোগ্রামের সার্বিক ব্যাবস্থাপনায় এ সভাটি আয়োজন করা হয়।

সভায় সভাপতিত্ব করেন মুক্তি মহিলা সমিতির প্রোগ্রাম ডিরেক্টর আতাউর রহমান মন্জু। আলো প্রোগ্রামের কো-অর্ডিনেটর আখি আক্তারের সঞ্চালনায় সভায় বক্তব্য রাখেন দৌলতদিয়া মডেল হাইস্কুলের প্রধান শিক্ষক মুহম্মদ সহিদুল ইসলাম, আক্কাস আলী জুনিয়র হাইস্কুলের প্রধান শিক্ষক জাকির হোসেন, ফকির আব্দুল জব্বার গার্লস হাইস্কুলের প্রধান শিক্ষক মানিক শেখ, দৌলতদিয়া ইউনিয়ন পরিষদের সংরক্ষিত নারী সদস্য চম্পা খাতুন, দৌলতদিয়া মডেল হাইস্কুলের সহকারী শিক্ষক শামীম শেখ, আক্কাস আলী জুনিয়র হাইস্কুলের সহকারী শিক্ষক ফরহাদ হোসেন,দৌলতদিয়া মডেল হাইস্কুলের ম্যানেজিং কমিটির সদস্য লতিফ শেখ প্রমূখ।

সভায় বক্তারা বলেন, বাল্যবিয়ের জন্য এ অঞ্চলের মানুষের দারিদ্র্যতা,নদীভাংগা, যৌনপল্লীর অবস্থান , অভিভাবকদের অসচেতনতা, অসাধু নোটারিয়ান, ছেলে-মেয়েদের হাতে হাতে স্মার্ট ফোন থাকাসহ বিভিন্ন বিষয় দায়ী। এর জন্য আমাদের নিজ নিজ জায়গা হতে কার্যকরী ভুমিকা রাখতে হবে। শিশু শিক্ষার্থীদের উন্নত জীবনের স্বপ্ন ও তা বাস্তবায়নের পথ দেখাতে হবে। একইভাবে ইভটিজিং ও মেয়েদের পড়ালেখার ক্ষেত্রেও অন্যান্য বাধা দূর করতে সরকারি-বেসরকারি সহায়তা নিয়ে শিক্ষক, অভিভাবক ও শিক্ষার্থীদের নিয়ে সমন্বিতভাবে কাজ করতে হবে। তাহলেই ধীরে ধীরে সাফল্য আসবে।


শেয়ার করুন...

Leave a Reply

Your email address will not be published.