গোয়ালন্দে গাছের গুড়ির নিচে পড়ে শিশুর শিক্ষার্থীর মৃত্যু

আইন-অপরাধ ঢাকা পরিবেশ সারাদেশ
শেয়ার করুন...

জহুরুল ইসলাম হালিম, রাজবাড়ী প্রতিনিধিঃ
ঢাকা-খুলনা মহাসড়কের পাশে গাছ কাটার সময় রাজবাড়ী জেলার গোয়ালন্দ উপজেলার মকবুলের দোকান-জমিদার ব্রীজ এর মাঝামঝি মোস্তফা মেটাল ইন্ডাঃ লিঃ এর পাশে গাছের গুড়ির নিচে চাপা পড়ে চুমকি আক্তার (১২) নামের এক শিশুর মৃত্যু হয়েছে।
মঙ্গলবার (৩১ মে) দুপুর ১২টার দিকে এ ঘটনা ঘটে।
সে উপজেলার উজানচর ইউনিয়নের ২নং ওয়ার্ড রমজান মাতুব্বার পাড়া গ্রামের খোকন শেখ ও মোছা. ছাহেরা দম্পতির মেয়ে ও স্থানীয় ৫ নং নবুওসিমদ্দিন পাড়া সরকারী প্রাথমিক বিদ্যালয়ের ৫ম শ্রেণির ছাত্রী। মঙ্গলবার (৩১ মে) দুপুর ১২টার দিকে এ ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শী জিয়াউর রহমান জানান, ঢাকা-খুলনা মহাসড়ক সম্প্রসারনের জন্য গাছ কেটে সড়কের পাশে অপরিকল্পিত ভাবে গাছের স্তুপ করে রাখে কর্তৃপক্ষ। গাছের স্তুপের মধ্য চিকন একটি গাছের ডাল কিছুটা বের হয়ে ছিল। সেই গাছের ডালটি শিশু চুমকি বের করার জন্য টান দিলে স্তুপ করা গাছের বড় একটি গুড়ি গড়িয়ে পড়ে শিশু চুমকির শরিরের। এসময় গাছের গুড়ির চাপায় শিশু চুমকি গুরুতর আহত হয়। স্থানীয়রা তাকে দ্রুত উদ্ধার করে গোয়ালন্দ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স নিয়ে গেলে সেখানে তার চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু হয়।

উজানচর ইউনিয়নের ২নং ওয়ার্ড মেম্বার মো. আবুল হোসেন প্রামানিক জানান, গাছ কাটা ও তা স্তুপ করে রাখার ব্যাপারে কর্তৃপক্ষের আরো সতর্ক হওয়া প্রয়োজন ছিল। এ দূর্ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

গোয়ালন্দ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সর আবাসিক মেডিকেল অফিসার ডা. শাহ মোহাম্মদ শরীফ জানান, মাথাসহ শরীরের বিভিন্ন স্থানে গুরুতর আঘাতপ্রাপ্ত অবস্থায় ওই শিশুকে হাসপাতালে আনা হয়। তাকে চিকিৎসা প্রদানের পাশাপাশি তাকে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তরের কাজ চলছিল। এ অবস্থায় ওই শিশুর মৃত্যু হয়।

ফরিদপুর বিভাগীয় বন বিভাগের কর্মকর্তা মোহাম্মদ গোলাম কুদ্দস ভুঁইয়া বলেন, আমি ঘটনাটি শুনেছি। খুবই দুংখজনক। আমরা মূলত সড়কের পাশের গাছগুলো ৩২নং নিলামের মাধ্যমে ফরিদপুরের ঠিকাদারী প্রতিষ্ঠান শেখ এন্টার প্রাইজের নিকট বিক্রি করে দিয়েছি। মূলত সড়কে যারা গাছ কাটছেন তারা খুব সতর্কতার সাথে কাটছেন। আমি যেটা শুনেছি ওই শিশুটি ফেলে রাখা কাটা গাছের নিচ থেকে ছোট একটি ডাল বের করতে গিয়ে কাটা গাছটি গড়িয়ে সড়কের নিচে পড়ে যায়। সে তখন কাটা ঐ গাছের নিচে পড়ে গুরুতর আহত হয়ে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসারত অবস্থায় তার মৃত্যু হয়। পরিবারের লোকজন সতর্ক থাকলে এ দূর্ঘটনা টি ঘটতো না বলে জানান এ কর্মকর্তা।

image_pdfimage_print

শেয়ার করুন...

Leave a Reply

Your email address will not be published.