গোদাগাড়ীর পদ্মা নদীতে গোসল করতে গিয়ে এসএসসি পরীক্ষার্থীর মৃ’ত্যু

আইন-অপরাধ আরো পরিবেশ রাজশাহী সারাদেশ
শেয়ার করুন...

গোদাগাড়ী প্রতিনিধি : রাজশাহীর গোদাগাড়ীতে পদ্মা নদীতে গোসল করতে গিয়ে ফরহাদ হোসেন নামে এক এসএসসি পরিক্ষার্থীর মৃত্যু হয়েছে।
রোববার (৯ মার্চ) দুপুর সাড়ে ১২ টার দিকে গোদাগাড়ী উপজেলার মডেল থানার সামনে পদ্মা নদীতে এই ঘটনা ঘটে।
ফরহাদ গোদাগাড়ী পৌরসভার ৬ নম্বর ওয়ার্ডের শ্রীমন্তপুর গ্রামের মনিরুল ইসলাম বাবুর ছেলে । ফরহাদ হোসেন এবার গোদাগাড়ী সরকারি উচ্চ বিদ্যালয় ও কলেজের এসএসসি পরীক্ষার্থী ছিলো।
স্থানীয় সুত্রে জানা যায়, ফরহাদসহ কয়েকজন সহপাঠি দুপুরে গোসল করতে নামে নদীতে। গোসলের এক পর্যায়ে পানিতে ডুবে যায় ফরহাদ। স্থানীয়রা নদীতে নেমে খোঁজাখুঁজি করলেও সন্ধান না পেয়ে ফায়ার সার্ভিসকে খবর দেয়। পরে গোদাগাড়ী ফায়ার সার্ভিসের কর্মীদের সহায়তায় রাজশাহীর ডুবরীরা তার দুপুর তিনটায় নদী থেকে মরদেহ উদ্ধার করে।
রাজশাহী ফায়ার সর্ভিসের সিনিয়র স্টেশন অফিসার আবু সামা বলেন, রাজশাহী ফায়ার স্টেশন থেকে ডুবুরি দল পাঠানো হয়। পরে তারা নিখোঁজ ফরহাদের মরদেহ উদ্ধার করে।


শেয়ার করুন...

Leave a Reply

Your email address will not be published.