গাজীপুরে এক হাজার অবৈধ গ্যাস লাইন বিচ্ছিন্নসহ ২ লাক্ষ টাকা জরিমানা

আইন-অপরাধ আরো ঢাকা সারাদেশ
শেয়ার করুন...

গাজীপুর সংবাদদাতাঃ গাজীপুর সিটি কর্পোরেশনের বড় বাড়ি এবং বোর্ড বাজার এলাকায় প্রায় এক হাজার অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন করেছে গাজীপুর তিতাস গ্যাস কর্তৃপক্ষ।

শনিবার সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত জেলা প্রশাসনের সহযোগিতায় এসব লাইন বিচ্ছিন্ন করা হয়। এ সময় মোবাইল কোর্টের মাধ্যমে চারজন অবৈধ গ্রাহককে ২ লাক্ষ টাকা জরিমানা করা হয়। মোবাইল কোর্ট পরিচালনা করেন গাজীপুর জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট নাফিজ ইলাহি।
গাজীপুর তিতাস গ্যাস অফিসের উপ-ব্যবস্থাপক প্রকৌশলী মির্জা শাহনেওয়াজ লতিফ জানান, গাজীপুর সিটি কর্পোরেশনের বড় বাড়ি এবং বোর্ড বাজারের কলমেশ্বর এলাকায় শনিবার সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত অবৈধ গ্যাসলাইন উচ্ছেদে অভিযান পরিচালনা করা হয়। এসব এলাকার চৌদ্দটি পয়েন্টে ৫০০ বাড়ির প্রায় ১০০০ চুলার অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন করা হয়। অভিযান চালিয়ে অবৈধ গ্যাস সংযোগে ব্যবহৃত বিপুল পরিমাণ পাইপ ও গ্যাসের চুলা জব্দ করা হয়।
অভিযান পরিচালনার সময় তিতাস গ্যাস গাজীপুর অফিসের উপ-ব্যবস্থাপক প্রকৌশলী মির্জা শাহনেওয়াজ লতিফ , প্রকৌশলী আসাদুজ্জামান আজাদ, প্রকৌশলী এসএম ফয়সাল আহমেদ, আমজাদ হোসেন, সহকারী প্রকৌশলী রাকিব হাসান সহ তিতাসের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

প্রতাপ কুমার গোপ
গাজীপুর জেলা প্রতিনিধি

image_pdfimage_print

শেয়ার করুন...

Leave a Reply

Your email address will not be published.