
আআশরাফুজ্জামান সরকার, গাইবান্ধাঃ-
গাইবান্ধার পলাশবাড়ীতে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির ৪৭তম প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপিত হয়েছে।
বর্ণাঢ্য আয়োজনে আনন্দ,উচ্ছাস ও বিভিন্ন কর্মসূচির মধ্য দিয়ে ৩রা সেপ্টেম্বর বুধবার বিকেলে ৪ টায় উপজেলা বিএনপি, পৌর বিএনপি ও অঙ্গ সংগঠনের আয়োজনে পৌর শহরের মহিলা কলেজ থেকে আনন্দ মিছিলটি ঢাকা~রংপুর মহাসড়কে প্রদক্ষিণ শেষে চৌমাথায় আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
কর্মসূচির মধ্যে ছিল সকালে দলীয় কার্যালয়ে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন, দলের প্রতিষ্ঠাতা শহীদ রাষ্ট্রপ্রতি জিয়াউর রহমান এঁর প্রতিকৃতিতে মাল্যদান, বর্ণাঢ্য র্যালী, আলোচনা সভা ও দোয়া মাহফিল।
অনুষ্ঠানে বিএনপি, যুবদল, স্বেচ্ছাসেবক দল, ছাত্রদল, শ্রমিক দল, জিয়া পরিষদ, মহিলা দলসহ বিভিন্ন অঙ্গ সহযোগী সংগঠনের নেতৃবৃন্দরা অংশ নেন।
পলাশবাড়ী উপজেলা বিএনপির সভাপতি আব্দুস সামাদ মন্ডলের সভাপতিত্বে ও উপজেলা পৌর বিএনপির সাধারণ সম্পাদক আবু আলা মওদুদ ও মোশফেকুর রহমার এর সঞ্চালনায় প্রধান অতিথির বক্তব্য রাখেন,গাইবান্ধা জেলা বিএনপির সভাপতি অধ্যাপক ডা. সৈয়দ মইনুল হাসান সাদিক।
অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন, পৌর বিএনপির সভাপতি আবুল কালাম আজাদ, জেলা বিএনপির শিল্প বিষয়ক সম্পাদক শহিদুল ইসলাম রাজা, বৈদেশিক ও কর্মসংস্থান বিষয়ক সম্পাদক মুকুল আহম্মেদ, উপজেলা বিএনপির সহ সভাপতি ছাদেকুল ইসলাম রুবেল, উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক আব্দুর রউফ প্রধান আনজু, আজাহার আলী,সাবেক সাংগঠনিক সম্পাদক আবুল বাসার লিটন, পৌর বিএনপির সহ সভাপতি আজাদুল আকন্দ, সাংগঠনিক সম্পাদক মো. আব্দুল মোত্তালিব সরকার বকুল, সাইফুল ইসলাম, বেনজির আহম্মেদ, উপজেলা বিএনপির দপ্তর সম্পাদক মোস্তাক আহমেদ, প্রচার সম্পাদক এস এম সেলিম, জেলা ছাত্রদলের সাংগঠনিক সম্পাদক রবিউল ইসলাম লিয়াকত, উপজেলা যুবদলের সদস্য সচিব রাজু আহম্মেদ, সিনিয়র যুগ্ম আহবায়ক সাগর সরকার মিনু, যুগ্ম আহবায়ক মিজানুর রহমান নিক্সন, পৌর যুবদলের আহবায়ক আব্দুল লতিফ, সদস্য সচিব হেমাইদুল ইসলাম, সিনিয়র যুগ্ম আহবায়ক রুহল আমিন, যুগ্ম আহবায়ক সুমন, কৃষক দলের আহবায়ক আশরাফুল ইসলাম, শ্রমিক দলের আহবায়ক হযরত আলী, সদস্য সচিব দুলাল সরকার, পৌর শ্রমিক দলের আহবায়ক রাজু শেখ, সদস্য সচিব শাহিন,উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহবায়ক মমিন সরকার, সদস্য সচিব লিফিয়েজ, পৌর স্বেচ্ছাসেবক দলের আহবায়ক শামিম রেজা, সদস্য সচিব এমরান,উপজেলা তাঁতী দলের আহবায়ক মিলন, পৌর তাঁতী দলের আহবায়ক লিটন, সদস্য সচিব নুর আলম, পৌর সৎস্যজীবী দলের আহবায়ক মাসুদ, উপজেলা ছাত্রদলের আহবায়ক আরিফ, সদস্য সচিব সোহেল,কলেজ শাখার সভাপতি প্রান্ত,সাধারন সম্পাদক রায়হান প্রমুখ।
বক্তারা বলেন, অবাধ ও সুষ্ঠু নির্বাচনের মাধ্যমে গত দেড় যুগব্যাপী গণতন্ত্র পুনরুদ্ধারের আন্দোলনে শহীদদের আত্মদান সার্থক হবে। বিএনপির প্রতিষ্ঠা বার্ষিকীর শুভলগ্নে অঙ্গীকার-দেশজুড়ে যেন আর কখনোই গুম, গুপ্তহত্যা, বিচার বহির্ভূত হত্যা, নারী ও শিশুদের ওপর পৈশাচিকতা, সন্ত্রাস, চাঁদাবাজি, দূর্ণীতি, টাকা পাচারের মতো ঘৃণ্য বিভীষিকার পুনরাবৃত্তি যেন না হয়। যেকোন মূল্যে নতুনভাবে আর্বিভূত মব সংস্কৃতির অবসান ঘটাতে হবে। কারণ এটি আইন বহির্ভূত একটি হিংসাত্মক আচরণ, যা জনমনে ভীতি ও আতঙ্ক তৈরী করে।
বক্তারা আরো বলেন, জনগণের অধিকার আদায়ে তাদের দুঃখ-কষ্ট লাঘব করাসহ দেশের স্বাধীনতা -সার্বভৌমত্ব রক্ষা ও বহুদলীয় গণতন্ত্রের ধারা আবারও পুনঃপ্রতিষ্ঠা করাই এখন বিএনপির মূল লক্ষ্য।