গাইবান্ধা সংবাদদাতাঃ
গাইবান্ধার সাঘাটা উপজেলায় ভ্যাপসা গরম আর তার উপর বিদ্যুৎত্তের লোডশেডিং। বিদ্যুৎ এই আছে এই নাই, তাই আর কোনো উপায় না পেয়ে হাতপাখার উপর নির্ভরশীল হচ্ছে সাঘাটা উপজেলার মানুষ।
স্থানীয়রা জানান, বিদ্যুৎ থাকে শুধু অল্প সময়ের জন্য দেখা দিয়েছে অতিরিক্ত লোডশেডিং। আর তাই অতিরিক্ত লোডশেডিংয়ের ফলে জনজীবন অতিষ্ঠ হয়ে গেছে । প্রখর তাপ ও ভ্যাপসা গরমে কষ্টে দিন কাটাচ্ছেন সাঘাটা উপজেলার মানুষজন। তাই এ অবস্থায় গরম থেকে রক্ষা পেতে একটা সিদ্ধান্ত নিয়েছে সেটা হলো হাতপাখার
বিদ্যুৎ চলে গেলে আর আসার নাম নাই বলে জানান, কচুয়া ইউনিয়নের একজন বাসিন্দা।
সাঘাটা উপজেলার বোনারপাড়া ইউনিয়নের একজন বাসিন্দা জানান, আমাদের আর কোনো উপায় না পেয়ে হাতপাখা এখন তাদের একমাত্র ভরসা। হাতপাখা দিয়ে বাতাস করে কোনোমতে তাপদাহ থেকে নিজেদের রক্ষা করছেন বলে জানান তারা।
অন্যদিকে গ্রামগঞ্জের হাট-বাজারে হাতপাখার দোকানীরা জানান, আমাদের সাঘাটা উপজেলার মানুষের প্রতিদিন হাতপাখার চাহিদা বেড়ে যাচ্ছে। আগের দিনে গ্রামে গৃহকর্মী একসময় ফসল ঘরে তোলার ফাঁকে নিজেদের ব্যবহারের জন্য অলস সময়ে হাতপাখা তৈরি করতেন। আধুনিকতার ছোঁয়ায় ঘরে ঘরে বিদ্যুৎ থাকায় হাতপাখা তেমন আর তৈরি হয় না গ্রামগঞ্জের মানুষের।
আবার এখন বিদ্যুৎত্তের লোডশেডিংয়ের কারণে আবার গ্রামগঞ্জের মানুষেরা তারা নিজ হাতে শরীরে বাতাস করার জন্য এটি তৈরি করছেন।