সাগর মোড়ল, তালা প্রতিনিধি
খুলনা বিভাগীয় কমিশনার মোঃ ফিরোজ সরকার কে তালা প্রেসক্লাব,পাটকেলঘাটা প্রেসক্লাব,তালা উপজেলা প্রেসক্লাব ও তালা রিপোর্টার্স ক্লাবের নেতৃবৃন্দ ফুলেল শুভেচ্ছা ও মত বিনিময় করেছেন।
মঙ্গলবার(১১ ই ফেব্রুয়ারী) বেলা ১২ টায় খুলনা বিভাগীয় কমিশনার কার্যালয়ে ফুলেল শুভেচ্ছা ও মতবিনিময় কালে উপস্থিত ছিলেন,তালা প্রেসক্লাবের সভাপতি সাংবাদিক এস.এম নজরুল ইসলাম,দৈনিক পূর্বাঞ্চলের সিনিয়র রিপোর্টার কামরুল আলম,সি.সহ-সভাপতি এস.এম জাহাঙ্গীর হাসান, খাঁন নাজমুল হুসাইন, মোঃ জাহাঙ্গীর হোসেন, পার্থ প্রতীম মন্ডল, পাটকেলঘাটা প্রেসক্লাবের সভাপতি মোঃ আব্দুল মমিন, তালা রিপোর্টার্স ক্লাবের সাধারণ সম্পাদক বি.এম জুলফিকার রায়হান, তালা উপজেলা প্রেসক্লাবের সভাপতি আকবর হোসেন,সহ-সভাপতি শামীম খাঁন প্রমুখ।
এসময় সাংবাদিক নেতৃবৃন্দ বিভাগীয় কমিশনার সাহেবকে তালার সার্বিক পরিস্থিতি অবহিত করে বলেন, তালা ইউএনও অফিস থেকে হাট বাজারের একটি বিজ্ঞাপন পত্রিকার দেওয়ার জন্য পাটকেলঘাটা ও তালা প্রেসক্লাব,তালা রিপোটার্স ক্লাব,তালা উপজেলা প্রেসক্লাবের সাংবাদিকদের উপস্থিতিতে লটারীর মাধ্যমে একটি জাতীয় ও একটি স্থানীয় পত্রিকা সিলেকশন করা হয়। বিগত ৫ বৎসর যারা বিজ্ঞাপন পায়নি তাদের তালিকা তৈরী করে লটারী করা হয়। ইউএনও শেখ মোঃ রাসেল নিবেদিত হয়ে জনকল্যাণ মূলক কার্যক্রম সফলতার সাথে দায়িত্ব পালন করছেন মর্মে বিষয়টি উনাকে অবহিত করা হয়। তিনি অত্যান্ত আন্তরিকতার সাথে সাংবাদিকদের কথা গুলো আন্তরিকতার সাথে শ্রবণ করেন। পরিশেষে বিভাগীয় কমিশনার মহদয়ের নিকট তালাবাসীর প্রতি সুদৃষ্টি কামনা করা হয়।