খাগড়াছড়ির মানিকছড়িতে বাস-ট্রাকের সংঘর্ষে আহত ১৬

আইন-অপরাধ আরো চট্টগ্রাম পরিবেশ সারাদেশ
শেয়ার করুন...

এস চাঙমা সত্যজিৎ স্টাফ রিপোর্টারঃ
খাগড়াছড়ি পার্বত্য জেলার মানিকছড়ি উপজেলার তিনটরীতে পিকনিকবাহী বাস-ট্রাক সংঘর্ষ, গুরুতর আহত শিক্ষক ও পরিবারবর্গের সদস্য সদস্যরা।

আজ ২৪ জানুয়ারী ২০২৫ খাগড়াছড়ি পার্বত্য জেলার মানিকছড়ি উপজেলার তিনটহরী মহিলা মাদরাসা সংলগ্ন এলাকায় একটি পিকনিকবাহী (শান্তি পরিবহণ) বাস ও ট্রাকের মধ্যে মুখোমুখি সংঘর্ষে ১৬ জন গুরুতর আহত হয়েছেন বলে খবর পাওয়া গেছে।

দুর্ঘটনাকবলিত শান্তি পরিবহনটি (পিকনিক বাহী বাস) খাগড়াছড়ি থেকে চট্টগ্রামের পার্কিচরের উদ্দেশ্যে পিকনিকে যাচ্ছিল। শান্তি পরিবহণ বাসটিতে খাগড়াছড়ি পুলিশ লাইন স্কুলের শিক্ষকবৃন্দ ও তাদের পরিবারের সদস্য সদস্যরা ছিলেন।

সংঘর্ষে বাসটি ব্যাপক ক্ষতিগ্রস্ত হয় এবং যাত্রীদের মধ্যে বেশ কয়েকজন গুরুতর আহত হয়েছেন বলে প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন। আহতদের দ্রুত উদ্ধার করে স্থানীয় মানিকছড়ি উপজেলা মেডিকেল হাসপাতালে ভর্তি করানো হয়।

প্রত্যক্ষদর্শীদের মতে, দুর্ঘটনাটি দ্রুতগামী ট্রাকের কারণে ঘটেছে। দুর্ঘটনাস্থলে স্থানীয় লোকজন ছুটে গিয়ে আহতদের দ্রুত উদ্ধারের কাজে সহায়তা করেন।

এই দুর্ঘটনা শিক্ষকদের পিকনিক যাত্রার আনন্দকে বিষাদে পরিণত করেছে। তবে স্থানীয় প্রশাসনের সহযোগিতায় আহতদের জরুরী চিকিৎসার ব্যবস্থা করা হয়েছে বলে প্রশাসন জানিয়েছে।


শেয়ার করুন...

Leave a Reply

Your email address will not be published.