মোহাম্মদ রায়হান বারি নারায়ণগঞ্জ থেকেঃ আসন্ন বাজেটে কৃষি খাতে উন্নয়ন বাজেটের ৪০ ভাগ বরাদ্দ, ধানসহ ফসলের লাভজনক দাম ও আর্মি রেটে গ্রামীন রেশনিং চালুর দাবিতে সমাজতান্ত্রিক ক্ষেতমজুর ও কৃষক ফ্রন্ট সোনারগাঁ উপজেলা শাখার উদ্যোগে ১৫ মে রবিবার বেলা ২ টায় কাইকারটেক হাটে হাটসভা অনুষ্ঠিত হয়।
সমাজতান্ত্রিক ক্ষেতমজুর ও কৃষক ফ্রন্ট সোনারগাঁ উপজেলা শাখার সভাপতি বেলায়েত হোসেনের সভাপতিত্বে সভায় বক্তব্য রাখেন বাসদ নারায়ণগঞ্জ জেলার ফোরামের সদস্য সেলিম মাহমুদ, চারণ সাংস্কৃতিক কেন্দ্রের জেলার সভাপতি প্রদীপ সরকার, সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্ট নারায়ণগঞ্জ জেলার সাধারণ সম্পাদক ফয়সাল আহম্মেদ রাতুল, বাসদ সোনারগাঁ উপজেলা কমিটির সদস্য আনোয়ার হোসেন, গার্মেন্টস শ্রমিক ফ্রন্ট নারায়ণগঞ্জ জেলার সহসাধারণ সম্পাদক রুহুল আমিন সোহাগ।
নেতৃবৃন্দ বলেন, সার-বীজ-কীটনাশক, সেচ, বিদ্যুৎসহ সকল কৃষি উপকরণের দাম ক্রমাগত বাড়ছে। এক শ্রেণির অসাধু ব্যবসায়ী সার, বীজ, কীটনাশকে ভেজাল দিয়ে মুনাফা লুটছে। কৃষক লাভজনক দাম তো দূরের কথা ফসলের উৎপাদন খরচও তুলতে পারছে না। চাল, ডাল, তেলসহ দ্রব্যমূল্যের উর্ধ্বগতি কৃষক-ক্ষেতমজুরদের জীবনে নামিয়ে এনেছে দুর্বিষহ যন্ত্রণা। ক্ষেতমজুরদের সারা বছরের কাজ ও খাদ্যের নিশ্চয়তা নাই। সামাজিক নিরাপত্তা খাতের বরাদ্দ নিয়েও চলে ব্যাপক দুর্নীতি, অনিয়ম। তহসিল অফিস, ভূমি অফিস, সেটেলমেন্ট অফিস ও ব্যাংকের ঘুষ দুর্নীতি হয়রানির শিকার হচ্ছে কৃষক। ঋণখেলাপি ব্যাংক ডাকাতদের বিরুদ্ধে কোন ব্যাবস্থা গ্রহণ করছে না সরকার। অথচ ৫/১০ হাজার টাকা ঋণ নিয়ে বন্যা খরাসহ প্রাকৃতিক দুর্যোগে ফসল নষ্ট হওয়ায় ফেরত দিতে না পারলে কৃষকের নামে সার্টিফিকেট মামলা দিয়ে হয়রানি ও গ্রেফতারি পরোয়ানা জারি করা হচ্ছে। কৃষক কৃষি উপকরণ কিনতেও ঠকে, ফসল উৎপাদন করে বেচতেও ঠকে। নেতৃবৃন্দ আসন্ন বাজেটে কৃষিখাতে উন্নয়ন বাজেটের ৪০% বরাদ্দ, ধানসহ ফসলের লাভজনক দাম, আর্মিরেটে গ্রামীন রেশনিং চালুর দাবি জানান।