কুমিল্লায় ২৪ ঘণ্টায় ৮৪৬ জনের করোনা শনাক্ত,মৃত্যু৫

করোনা আপডেট কুমিল্লা চট্টগ্রাম পরিবেশ স্বাস্থ্য
শেয়ার করুন...

লাকসাম উপজেলায় সর্বোচ্চা ১৩০ জন

কুমিল্লায় গত ২৪ ঘণ্টায় ৮৪৬ জনের করোনাভাইরাস শনাক্ত হয়েছে। আeক্রান্তের হার ৪১ দশমিক ০ শতাংশ। এ সময়ে করোনায় প্রাণ গেছে ৫ জনের। এ নিয়ে জেলায় করোনায় মোট মৃত্যু হয়েছে ৬৮৫ জনের।
জেলা সিভিল সার্জন ডা. মীর মোবারক হোসাইন বুধবার বিকেলে এসব তথ্য নিশ্চিত করেছেন।

তিনি বলেন, গত ২৪ ঘণ্টায় করোনায় আক্রান্ত হয়ে কুমিল্লার দাউদকান্দি,লালমাই,চৌদ্দগ্রাম, বরুড়া ও দেবিদ্বারে একজন করে মারা গেছেন। তাদের মধ্যে দুইজন নারী ও তিনজন পুরুষ।

জেলা সিভিল সার্জনের কার্যালয় সূত্র জানায়, মঙ্গলবার বিকেল থেকে বুধবার বিকেল পর্যন্ত গত ২৪ ঘণ্টায় কুমিল্লা মেডিক্যাল কলেজ হাসপাতালে ২ হাজার ৬৩টি নমুনা পরীক্ষায় ৮৪৬ জনের করোনা শনাক্ত হয়। এ নিয়ে জেলায় করোনা আক্রান্তের সংখ্যা দাঁড়াল ২৬হাজার ৩৬৪ জনে। আক্রান্তের হার ৪১ দশমিক ০শতাংশ।

নতুন আক্রান্তদের মধ্যে কুমিল্লা সিটি করপোরেশনে ৯১ জন, আদর্শ সদরে ১৬, সদর দক্ষিণে ১৪, বুড়িচংয়ে ৪১, ব্রাহ্মণপাড়ায় ৪২, চান্দিনায় ৩৫, চৌদ্দগ্রামে ৩৭, দেবিদ্বারে ৬২, দাউদকান্দিতে ৬৩, লাকসামে ১৩০, লালমাইতে ৮, নাঙ্গলকোটে ৫৫, বরুড়ায় ৭৫, মনোহরগঞ্জে ৪৩, মুরাদনগরে ৯৯, মেঘনায় ১৫, এবং হোমনা উপজেলার ২০ জন রয়েছেন।
এদিকে জেলায় নতুন করে সুস্থ হয়েছেন আরও ২৮৭ জন। এ নিয়ে মোট সুস্থ হয়েছেন ১৫ হাজার ৪৩১ জন।

image_pdfimage_print

শেয়ার করুন...

Leave a Reply

Your email address will not be published.