কাভার্ড ভ্যান সহ ৪০ লক্ষ টাকা সমমূল্যের বিদেশে রপ্তানীমুখী পন্য উদ্ধার করেছে সীতাকুন্ড থানা পুলিশ

আইন-অপরাধ আরো চট্টগ্রাম পরিবেশ সারাদেশ
শেয়ার করুন...

কাইয়ুম চৌধুরী,সীতাকুণ্ডঃ
রফতানীর উদ্দেশ্যে দ্বীপ নিটওয়ার গার্মেন্টস, গাজীপুর হইতে ১,৫৬৪ টি কার্টুনে রক্ষিত প্রায় অর্ধকোটি টাকা মূল্যের বিদেশী গার্মেন্টস পন্য নেদারল্যান্ড এ রপ্তানীর লক্ষ্যে চট্টগ্রাম সীতাকুণ্ডস্হ কুমিরা কেডিএস লজিষ্ট্রিক ডিপুর উদ্দেশ্যে ১১ এপ্রিল রাতে ঢাকা চট্টগ্রাম বন্দরে যাওয়ার পথে সীতাকুণ্ড থানা এলাকা হইতে অজ্ঞাত কয়েকজন ব্যক্তি উক্ত মালামাল সহ কাভার্ড ভ্যানটি চুরি করে অজ্ঞাত স্থানে নিয়া যায়।
সঠিক সময়ে পরিবহনকৃত কাভার্ড ভ্যানটি কুমিরা কেডিএস লজিষ্ট্রিকে না পৌঁছায় গত ১২ এপ্রিল উক্ত ঘটনায় গাড়ীটির মালিক কর্তৃপক্ষ বাদী হয়ে সীতাকুন্ড থানায় একটি আত্মসাৎ এর মামলা দায়ের করেন।
ঘটনার পর চট্টগ্রাম জেলা পুলিশ সুপার সাইফুল ইসলাম সানতু দিক-নির্দেশনায় সীতাকুণ্ড সার্কেল এর দায়িত্বাধীন অতিরিক্ত পুলিশ সুপার লাবীব আব্দুল্লাহ নেতৃত্ব একটি টিম অভিযান পরিচালনা নামেন। এএসপি লাবীব আবদুল্লাহ আমাদের সময় কে জানান, গোপন সংবাদের ভিত্তিতে অতিরিক্ত পুলিশ সুপার, সীতাকুণ্ড সার্কেল এর তত্ত্বাবধানে সঙ্গীয় উক্ত মামলার তদন্ত কর্মকর্তা এস আই মাহমুদুল হাসান সহ সঙ্গীয় এএসআই মহিউদ্দীন ও একাধিক ফোর্স সহ নোয়াখালী জেলার বিভিন্ন জায়গায় অভিযান পরিচালনা করে উক্ত চোরাই মালামাল উদ্ধার পূর্বক জব্দ করেন। ঘটনার পর দিন উক্ত চোরাই কাভার্ড ভ্যান এর সন্ধানে পুনরায় অভিযানে বাহির হইলে লাবীব আব্দুল্লাহ এর নেতৃত্বে সীতাকুণ্ড থানার এসআই নজরুল ইসলাম সঙ্গীয় ফোর্স সহ গোপন সংবাদের ভিত্তিতে ফেনী এলাকায় পরিত্যক্ত অবস্হায় হইতে উক্ত চোরাই কাভার্ড ভ্যান যার নাম্বার ঢাকা মেট্রো-ট-১১-৭৬৭৫ ।
উক্ত চুরিকৃত রপ্তানীমুখী বিদেশী পন্য সমূহ সীতাকুণ্ড থানা পুলিশ কর্তৃক জব্দ করত অক্ষত অবস্থায় বিজ্ঞ আদালতের নির্দেশে মালিক পক্ষ কে বুঝাইয়া দেওয়া হয়েছে। এবং উক্ত মালামাল ছিনতাইেয ঘটনায় জড়িত জামাল ও রাকিব নামে ২ জন কে গ্রেফতার করে বিজ্ঞ আদালতে সোপার্দ করা হয়েছে। উক্ত ঘটনায় অন্যান্য জড়িত পলাতক আসামীদের গ্রেফতারে অভিযান অব্যাহত আছে বলে পুলিশ জানায়।


শেয়ার করুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *