মোঃ আবদুল আউয়াল সরকার,
কুমিল্লা জেলার দেবিদ্বার উপজেলার সুবিল ইউনিয়নের ওয়াহেদপুরে ঈদ পূনর্মিলনী ও সাংস্কৃতিক অনুষ্ঠান হয়েছে।
মঙ্গলবার (১২ জুলাই ২০২২ খ্রিঃ) বিকেলে ওয়াহেদপুর ক্যামব্রিয়ান মডেল হাই স্কুলের আয়োজনে প্রতিষ্ঠানের প্রস্তাবিত স্থায়ী ক্যাম্পাসে এই ঈদ পূনর্মিলনী ও সাংস্কৃতিক অনুষ্ঠান হয়।
ঈদ পূনর্মিলনী ও সাংস্কৃতিক অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ওয়াহেদপুর ক্যামব্রিয়ান মডেল হাই স্কুলের সভাপতি হাজী শাহ আলম।
প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন,দেবিদ্বার উপজেলার পল্লী উন্নয়ন অফিসার মোঃ হাবিবুর রহমান।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, শ্রীকাইল সরকারি কলেজের সহকারি অধ্যাপক মাওলানা মুহাম্মদ ওসমান গনি সরকার, বীর মুক্তিযোদ্ধা এডভোকেট হাজী মোঃ বশিরুল আলম ভূইয়া। বিশিষ্ট ব্যাবসায়ি ও সমাজসেবক এম রবিউল্লাহ মুন্সী,বিশিষ্ট ব্যবসায়ি ও সমাজসেবক কাজী নূরুল ইসলাম। ওয়াহেদপুর ইসলামিয়া আলিম মাদরাসার ভাইস প্রিন্সিপাল মাওলানা মোঃ তাজুল ইসলাম।
এসময় আরো উপস্থিত ছিলেন,স্কুলের প্রধান শিক্ষক হাজী ফরিদ উদ্দিন আহমেদ
উপদেষ্টা, পরিচালক,শেয়ার হোল্ডার, এলাকার গন্যমান্য ব্যক্তিবর্গ।
ছাত্র-ছাত্রী ও শিল্পীদের গানে মুখরিত হয়ে উঠে ঈদ পূনর্মিলনী অনুষ্ঠান।
উক্ত অনুষ্ঠান উপস্থাপনায ছিলেন, দেবিদ্বার উপজেলা পরিষদ স্কুলের প্রধান শিক্ষক মোঃ আল আমিন খাঁন।