উত্তপ্ত পৃথিবী!

কুমিল্লা চট্টগ্রাম বিনোদন সাহিত্য
শেয়ার করুন...

কাজী কাজী নজরুলঃ

গ্রাম্য রাজনীতি আজ বিশ্ব শাসক কূলে
ঘিরিয়াছে রাজমহল।
পৃথিবীর মাটি কি সাগর পর্বত প্রকৃতি
করিতেছে টলমল।

পৃথিবীর পীঠ দেয়ালে ঠেকিয়া গিয়াছে
সরে যাবে আর কই?
মাটির তলদেশে ফাটলের ধংশাত্মকে
নামিয়াছে জলেরে লই।

নিম্ন অঞ্চলে গভীরে কি উপরি ভাগে
এ কোন আন্দোলন।
ডিনামাইট নাচে, মোড়লেরা নাচে
নাচে প্রকৃতির মন।

একটি গ্রহের নানান প্রতিকূলতায়
মোদেরে নিয়া চলে।
কোনদিন গ্রহের চলন থেমেযায়
কোন দিবসের ক্ষণে।

image_pdfimage_print

শেয়ার করুন...

Leave a Reply

Your email address will not be published.