আম পাড়তে গিয়ে ভবনের ছাদে বিদ্যুতের তারে স্পৃষ্টে দুই শিশুর মৃত্যু মা’সহ আহত তিন

আরো কুমিল্লা চট্টগ্রাম পরিবেশ সারাদেশ
শেয়ার করুন...

এম,এ মান্নান, লাকসাম থেকেঃ
কুমিল্লার মনোহরগঞ্জে আম পাড়তে গিয়ে ভবনের ছাদে বিদ্যুতের তারে স্পৃষ্ট হয়ে নাজমুল হাসান (৭) নামে এক শিশুর মৃত্যু হয়েছে । শিশুকে বাচাতে গিয়ে মা’সহ আরও তিন জন শিশু গুরুতর আহত হয়েছে বলে খবর পাওয়া গেছে।
উন্নত চিকিৎসার জন্য কুমিল্লা হাসপাতাল থেকে ঢাকা নেওয়ার পথে রিয়াম (১০) নামে শিশুটিও মারা যায় বলে নিহতের স্বজনরা জানিয়েছেন।

২ জুন (বৃহস্পতিবার) বিকালে উপজেলার নাথেরপেটুয়া ইউনিয়নের কাঁন্দী গ্রামে এ ঘটনা ঘটেছে।
নিহত শিশুরা হলেন কাঁন্দী গ্রামের হতদরিদ্র মাসুদ আলমের ছেলে ও একই গ্রামের রিপন মিয়ার মেয়ে রিয়াম (১০)।

জানা যায়, উপজেলার কাঁন্দী গ্রামের মাসুদ আলমের স্ত্রী ও সন্তানসহ এলাকার কয়েকজন মিলে একই বাড়ির প্রবাসী আমির হোসের অসুস্থ মাকে দেখতে আসেন তারা। এসময় ভবনের উপর আম গাছে পাকা আম দেখতে পায় নাজমুল হাসানসহ কয়েকটি শিশু। পরিবারের অজান্তে নাজমুল হাসানসহ কয়েকটি শিশু ভবনের ছাদে আসেন। পল্লী বিদ্যুতের খুটির তার ঝুলন্ত অবস্থায় ছিল ওই ছাদে। আম পাড়তে গিয়ে ওই তার ধরলে শিশু নাজমুল হাসান বিদ্যুৎস্পৃষ্ট হয়। বিদ্যুৎস্পৃষ্ট দেখে সহপাঠীদের আত্নচিৎকারে নাজমুলের মা নিশী আক্তারসহ পরিবারের লোকজন এসে তাকে বাচাতে গেলে তারা-ও বিদ্যুৎস্পৃষ্ট হয়। এসময় বাড়ির লোকজন এসে তাদেরকে উদ্ধার করে স্থানীয় হাসপাতালে ভর্তি করেন।গুরুতর আহতরা হলেন নিহত শিশুর মা নিশী আক্তার (২৫), মুমিন উল্লাহ মেয়ে মারিয়া আক্তার (৩) রিপনের মেয়ে রিয়াম (১০)।
সাবেক চেয়ারম্যান রুহুল আমিন বলেন, পাশের ঘরের প্রবাসী আমির হোসের অসুস্থ মা’কে দেখতে আসেন তারা, বিকালে আমির হোসেনের বাড়ির ছাদে আম পাড়তে যায় শিশুরা। ছাদে মধ্যে পল্লী বিদ্যুতায়ন তারে বিদ্যুৎস্পৃষ্ট হয় শিশু নাজমুল হাসান মারা যায়। এসময় তাকে বাছাতে গিয়ে তিনজন বিদ্যুৎস্পৃষ্ঠে গুরুতর আহত হয়। তবে রিয়াম নামে ১০ বছরের শিশুটির অবস্থা আশঙ্কাজনক।
স্থানীয় ওয়ার্ড মেম্বার কামাল হোসেন বৃহস্পতিবার রাতে বলেন, নাজমুল হাসান নামে শিশুটি বিদ্যুৎের খুঁটির জ্বলন্ত তারে স্পৃষ্ঠে হয়, তাকে বাচাতে গিয়ে তিনজন আহত হয়। ঘটনার স্থলে শিশু নাজমুল হাসান মারা যায়, গুরুতর আহত হাসপাতালে ভর্তি করা হয়েছে এর মধ্যে রিয়াম নামে ১০ বছরের শিশুটি উন্নত চিকিৎসার জন্য ঢাকা নেওয়ার পথে মারা যায়।
দুইটি শিশুর মৃত্যুর সংবাদটি এলাকায় ছড়িয়ে পড়লে শোকের ছায়া নেমে আসে।
নাথেরপেটুয়া পুলিশ ফাঁড়ির এস আই ডালিম কুমার বলেন, বিদ্যুৎস্পৃষ্ট খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে নাজমুল হাসান নামে একটি শিশুর লাশ উদ্ধার করেছি- অপর তিনজন আহত হয়ে বিভিন্ন হাসপাতালে ভর্তি রয়েছে, তবে রিয়াম নামে ১০ বছরের শিশুটিকে ঢাকা নেওয়ার পথে মারা যায় বলে নিহতের স্বজনেরা জানিয়েছেন।
কুমিল্লা পল্লী বিদুৎ সমিতির ৪ এর নাথেরপেটুয়া সাব-জোনাল অফিসের এজিএম,কম ইলিয়াস পাটোয়ারী বলেন, ওই এলাকায় বিদ্যুৎ স্পটে হয়ে শিশু নিহতসহ যারা আহত হয়েছে তা দুঃখজনক। বিদ্যুৎের খুটি ও বিদ্যুৎ লাইনটি অনেক পুরাতন, বাড়ীর মালিক তাদের ভবন নির্মাণ সময় বিদ্যুৎ লাইন ও খুটি সঙ্গে ভবন নির্মাণ করেছেন। তারপরও আমরা তদন্ত করে বিষয়টি দেখবো।


শেয়ার করুন...

Leave a Reply

Your email address will not be published.