আন্তর্জাতিক অহিংস দিবস উপলক্ষে লাকসামে পিএফজির উদ্যোগে মানববন্ধন অনুষ্ঠিত

আইন-অপরাধ আরো কুমিল্লা চট্টগ্রাম পরিবেশ সারাদেশ
শেয়ার করুন...

কুমিল্লা দক্ষিণ জেলা প্রতিনিধি
সারা দেশের ন্যায় পিস ফ্যাসিলিটেটর গ্রুপ (পিএফজি) লাকসাম ইউনিটের আয়োজনে বিশ্ব শান্তি, রোহিষ্ণুতা, সহানুভূতিশীলতা এবং অহিংসার সংস্কৃতি সুরক্ষার লক্ষে আজ ২ অক্টোবর মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।
উল্লেখ্য ২০০৭ সালের ১৫ই জুন জাতিসংঘের সাধারণ সভায় ২ অক্টোবরকে বিশ্ব শান্তি, সহিষ্ণতা, সহনশীলতা এবং অহিংস সংস্কৃতির সুরক্ষা করতে আন্তর্জাতিক অহিংস দিবস হিসাবে উদযাপনের ঘোষণা করা হয়৷ এরপর থেকে বিশ্বের বিভিন্ন দেশে দিবসটি উদযাপিত হয়ে আসছে৷
দি হাঙ্গার প্রজেক্ট ২০১৭ সাল থেকে পিস ফেসিলিটিটর গ্রুপ (সিএসজি) ও সুজন এই দিবসটি বিভিন্ন আনুষ্ঠানিকতার মাধ্যমে সারা দেশে পালন করে আসছে৷
এই ধারাবাহিকতায় পিএনজি লাকসাম ইউনিট আজ লাকসাম হাউজিং মসজিদের সামনে এই মানববন্ধন পালন করেছে৷
দি হাঙ্গার প্রজেক্ট মনে করে, বাংলাদেশের সার্বিক পরিস্থিতি বিবেচনায় আন্তর্জাতিক অহিংস দিবস উদযাপনকে গভীর তাৎপর্য পুণ্য বিবেচনা করা হয়৷ অনেক অর্জনের মধ্যেও নির্বাচনকে ঘিরে সহিংসতা, ধর্মীয় ও জাতিগত সংখ্যালঘু সম্প্রদায়ের উপর নিপীড়ন, সাম্প্রদায়িকতা, জঙ্গিবাদ আমাদের এক ভয়াবহ মানবিক বিপর্যয়ের অভিজ্ঞতার মধ্য দিয়ে দেশ যাচ্ছে৷ এই জন্য দ্যা হাঙ্গার প্রজেক্ট, আন্তর্জাতিক অহিংস দিবসে দাঁড়িয়ে আমরা আমাদের সমাজ ও রাষ্ট্রের শান্তি সম্প্রীতি প্রতিষ্ঠা, তথা বিশ্ব মানবতার শান্তির পক্ষে সকলকে ঐক্যবদ্ধ ভাবে এগিয়ে আসার আহ্বান জানান৷

মানববন্ধন কর্মসূচিতে পিএফজি লাকসাম এর সমন্বয়ক জাফর আহমেদের উপস্থাপনায় বক্তব্য রাখেন, ইসলামিক ফ্রন্ট কুমিল্লা জেলা সভাপতি ও পিএফজি সদস্য মীর মোহাম্মদ আবুবাকার, অ্যাম্বাসেডর নাজমুন নাহার নূপুর, নূরে আলম মানিক, পিএফজি সদস্য আরিফুর রহমান স্বপন, রপিকুল ইসলাম হেলাল প্রমুখ।

এ সময় আরো উপস্থিত ছিলেন, পিএফজি লাকসাম ইউনিটের এম্বাসেড র বিকাশ চন্দ্র সাহা সদস্য সেলিম চৌধুরী হীরা, আওরঙ্গজেব খান রুবেল, নাজনীন আক্তার নিপা, বিএফজি লাকসাম ইউনিটের সদস্যবৃন্দ ও ইয়াথ গ্রুপের এম্বাসেডরও অন্যান্য সদস্যবৃন্দ৷ এই মানববন্ধন কর্মসূচীতে সম্পৃক্ত হন স্থানীয় জনগন।


শেয়ার করুন...

Leave a Reply

Your email address will not be published.