হাজী কাজী নজরুল ইসলামঃ
আদি পিতা আমার অস্তিত্ব প্রকাশে
আজিও প্রমানে রয়।
আদম নবী আমি আদমের বংশদর
এটাই মূল পরিচয়।
মা হাওয়ার গর্বে সন্তানের দূনিয়া
ভূমিষ্ট হয়েছি ধরায়।
মায়ের অস্তিত্ব আদমের বাম বাহুর
পাঁজরের ছোঁয়ায়।
এক থেকে অনেকের আগমনে আজ
পৃথিবীর বাড়িয়াছে সম্মান।
এক সুতায় শুরু থেকে আজও চলমান
জমিন সাগর নদী আসমান।
আখেরে নবীর উম্মতের পরিচয়ে আছি
যদি দেন দয়ায় ঠাঁই।
আদমের গোষ্ঠীর ওম্মতি মোহাম্মদের
হবে কল্যাণের উপায়।
আমার পিতা, ও আদি পিতার অস্তিত্বে
আমার মহান সত্ত্বা।
আল্লাহ আমায় লালন পালনের প্রভু
এক আল্লাই আমার স্রষ্টা।