আতিকুর রহমান ইতালি যুবদলের পূর্ণাঙ্গ কমিটিতে সহ-সাংগঠনিক পদে মনোনিত

আরো পরিবেশ প্রবাস রাজনীতি সারাদেশ
শেয়ার করুন...

শহিদুল ইসলাম,প্রতিবেদক
ইতালিস্থ জাতীয়তাবাদী যুবদলের ১০১ সদস্য বিশিষ্ট পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা করা হয়েছে। যুবদলের কেন্দ্রিয় নির্বাহী কমিটি’র সভাপতি আবদুল মোনায়েম মুন্না ও সাধারণ সম্পাদক মোহাম্মদ নূরুল ইসলাম নয়ন স্বাক্ষরিত সংগঠনের প্যাডে অনুমোদিত কমিটিতে আতিকুর রহমান (আতিক) সহ-সাংগঠনিক পদে স্থান পেয়েছেন। তিনি সিলেট বিভাগ জাতীয়তাবাদী যুবদল ইতালি’র সিনিয়র সহ সভাপতি এবং জাতীয়তাবাদী সিলেট ফোরামের সাংগঠনিক সম্পাদক হিসেবেও দায়িত্ব পালন করছেন।

বি‌শিষ্ট রাজনী‌তি‌বিদ ও সমাজ সেবক তরুণ, মেধাবী ও নিষ্ঠাবান এই নেতাকে ঘিরে নেতাকর্মীদের মাঝে নতুন আশার সঞ্চার হয়েছে। তারা বলছেন, তাদের মতো সৎ ও সাহসী সংগঠককে সহ সাংগঠ‌নিক সম্পাদক হিসেবে পাওয়া সংগঠনের জন্য আশীর্বাদ।

দীর্ঘদিন বিএনপি’র রাজনীতির সাথে সক্রিয় থাকা আতিকুর রহমান দায়িত্ব পেয়ে বলেন, সংগঠনের প্রতি ভালোবাসা থেকেই কাজ করে যাচ্ছি। দলের সবাইকে নিয়ে সুশৃঙ্খলভাবে এবং সম্মিলিতভাবে কাজ করে যাবো ইনশাআল্লাহ।

যুবদলের কেন্দ্রিয় কমিটি দপ্তর সম্পাদক নূরুল ইসলাম সোহেল স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এই কমিটির সত্যতা নিশ্চিত করা হয়। কমিটিতে আব্দুল গণিকে সভাপতি ও ওমর ফারুককে সাধারণ সম্পাদক করা হয়েছে।

তিনি বলেন, গণতন্ত্রের জন্য আপোষহীন নেত্রী বেগম খালেদা জিয়া দেশের স্বার্থ রক্ষার্থে ফ্যাসিবাদের সাথে কখনো আপোষ করেন নি। তার হাতকে শক্তিশালী করতে প্রবাসেও আমরা জাতীয়বাদের রাজনীতি করে যাচ্ছি। আগামীর রাষ্ট্রনায়, তারুণ্যের অহংকার তারেক রহমানের নির্দেশে আমরা সব ধরণের কর্মসূচি পালন করে যাবো। আমার উপর যে দায়িত্ব অর্পন করা হয়েছে আমি চেষ্টা করবে সেই দায়িত্ব যথাযথভাবে পালন করার।

উল্লেখ্য আতিকুর রহমান সুনামগঞ্জ জেলার শান্তিগঞ্জ উপজেলার শিমুলবাক ইউনিয়নের জীবদারা গ্রামের সন্তান। বাংলাদেশের আলোচিত সামাজিক ও মানবিক সংগঠন সি‌লেট চট্টগ্রাম ফ্রেন্ড‌শিপ ফাউ‌ন্ডেশন ইতালী শাখার যুগ্ম আহবায়ক হিসেবে দীর্ঘদিন যাবত গরিব অসহায় দুস্ত মানুষের কল্যাণে কাজ করে যাচ্ছেন।


শেয়ার করুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *