
লাকসাম (কুমিল্লা) প্রতিনিধি :
কুমিল্লার লাকসাম উপজেলার মধ্য আউশপাড়া গ্রামে ধর্মীয় শিক্ষার প্রসারে নতুন উদ্যোগ হিসেবে “আল দ্বীন হিফজ একাডেমি” এর শুভ উদ্বোধন করা হয়েছে। ইয়ারা গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক মোঃ মনির উদ্দিন-এর উদ্যোগে শনিবার (৬ ডিসেম্বর ২০২৫) সকালে মিলাদ, কবর জিয়ারত, কোরআন খতম এবং দোয়া-মোনাজাতের মধ্য দিয়ে একাডেমির আনুষ্ঠানিক কার্যক্রম শুরু হয়।
এর আগের দিন শুক্রবার (৬ ডিসেম্বর) স্থানীয় গণ্যমান্য ব্যক্তিদের অংশগ্রহণে এক সাধারণ সভা অনুষ্ঠিত হয়। সেখানে সর্বসম্মতিক্রমে প্রতিষ্ঠানের নাম নির্ধারণ করা হয় এবং একটি অস্থায়ী কমিটি গঠন করা হয়। এতে সভাপতি করা হয় মোঃ মনির উদ্দিন-কে এবং সদস্য সচিব হিসেবে দায়িত্ব দেওয়া হয় মাস্টার মোঃ এমরান হোসেন ভূঁইয়া-কে। সভায় উপস্থিত এলাকাবাসী একাডেমির উন্নয়ন ও কার্যক্রমে সর্বাত্মক সহযোগিতার প্রত্যয় ব্যক্ত করেন।
ইয়ারা ফাউন্ডেশনের সভাপতি ও প্রতিষ্ঠাতা মোঃ মনির উদ্দিন তার বক্তব্যে বলেন,
আল দ্বীন হিফজ একাডেমি প্রতিষ্ঠা আমার বহুদিনের লালিত স্বপ্ন। কোরআনের আলোয় একটি আদর্শ ও নৈতিক প্রজন্ম গড়ে তোলাই আমাদের মূল লক্ষ্য। এলাকাবাসীর আন্তরিক সহযোগিতা ও দোয়া আমাকে আরও উৎসাহিত করেছে। ইনশাআল্লাহ, এই প্রতিষ্ঠান শুধু হিফজ শিক্ষা নয়, মানবিক ও নৈতিক মূল্যবোধ গঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
তিনি আরও বলেন, শিক্ষা ও মানবসেবাকে কেন্দ্র করে ইয়ারা ফাউন্ডেশন দীর্ঘমেয়াদীভাবে কাজ করে যাচ্ছে এবং ভবিষ্যতেও এ ধরনের মানবকল্যাণমূলক উদ্যোগ অব্যাহত থাকবে।
চট্টগ্রাম খুলশি ক্লাবের সভাপতি মো. সাজ্জাদ উল্লাহ বলেন,
আল দ্বীন হিফজ একাডেমি একটি যুগান্তকারী উদ্যোগ। এটি শুধুমাত্র একটি ধর্মীয় শিক্ষাকেন্দ্র নয়, বরং একটি নৈতিক ও সৎ প্রজন্ম গড়ার আলোকবর্তিকা।
সহ-সভাপতি মো. নাসির উদ্দীন বলেন, আজকের শিশু-কিশোরদের নৈতিক শিক্ষা নিশ্চিত করতে হিফজ শিক্ষালয়ের গুরুত্ব অপরিসীম। মনির উদ্দিনের এ উদ্যোগ সমাজে ইতিবাচক পরিবর্তন আনবে।
বাংলাদেশ জামায়াতে ইসলামী মনোনীত প্রার্থী ড. সৈয়দ একেএম সরওয়ার উদ্দিন সিদ্দিকী বলেন, কোরআনের আলোকে সমাজ গড়তে এই ধরনের প্রতিষ্ঠান মাইলফলক হয়ে থাকবে। প্রতিটি এলাকায় এ ধরনের হিফজ একাডেমি গড়ে ওঠা প্রয়োজন।
বিএনপির মনোনয়ন প্রত্যাশী সামিরা আজিম দোলা বলেন, আল দ্বীন হিফজ একাডেমি শুধু শিক্ষাক্ষেত্রেই নয়, সমাজ উন্নয়নেও ইতিবাচক প্রভাব রাখবে। এই উদ্যোগ নারী সমাজকেও অনুপ্রাণিত করবে।
লাকসাম উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক মোশাররফ হোসেন মুশু বলেন,
প্রতিষ্ঠানের অগ্রযাত্রায় আমরা সর্বাত্মক সহযোগিতা করবো। কোরআন শিক্ষার বিস্তারে এটি একটি সময়োপযোগী পদক্ষেপ।
উদ্বোধন উপলক্ষে অতিথিদের ফুলেল শুভেচ্ছা জানিয়ে বরণ করে নেন মোঃ মনির উদ্দিন ও আউশপাড়া যুব সমাজ। অনুষ্ঠানে চট্টগ্রামস্থ খুলশি ক্লাব লিমিটেড, বৃহত্তর কুমিল্লা সমিতি, কাস্টমস এজেন্ট অ্যাসোসিয়েশন, লাকসাম সমিতি সহ বিভিন্ন সামাজিক, রাজনৈতিক ও পেশাজীবী সংগঠনের প্রতিনিধি এবং এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
অনুষ্ঠান শেষে এক মহতী মেজ্বান অনুষ্ঠিত হয়, যেখানে বিপুলসংখ্যক অতিথি ও এলাকাবাসী অংশগ্রহণ করেন। নতুন এই হিফজ একাডেমির যাত্রাকে ঘিরে পুরো এলাকাজুড়ে সৃষ্টি হয় উৎসবমুখর পরিবেশ।
