লাকসাম প্রতিনিধিঃ কুমিল্লার লাকসামে শাহীদা বেগম জান্নাত(২১) নামে এক গৃহবধূর লাশ উদ্ধার কারেছে পুলিশ। এ ঘটনার সাথে জড়িত সন্দেহে গৃহবধূর স্বামী সাইফুল ইসলাম কে আটক করেছে পুলিশ। ঘটনাটি ঘটেছে (৪ জুন) শুক্রবার উপজেলার কান্দিরপাড় ইউনিয়নের ইরুয়াইন গ্রামে। নিহত গৃহবধূ ওই গ্রামের শহীদুল মিয়ার ছেলে সাইফুল ইসলামের স্ত্রী। সে ৩ মাসের অন্ত:সত্বা বলে পরিবার সুত্রে জানা যায়।
স্থানীয়রা জানায়, বিয়ের পর থেকে গৃহবধূ শাহীদা বেগম জান্নাতের সাথে স্বামী সাইফুল ইসলামের সঙ্গে বিরোধ চলে আসছে। আজ শুক্রবার সকালে নিজ ঘরে গৃহবধূর লাশ দেখে দরজা ভেঙ্গে তাকে উদ্ধার করে লাকসামের একটি প্রাইভেট হাসপাতালে নিয়ে আসে। হাসপাতালের চিকিৎসক তাকে মৃত ঘোষনা করে। সংবাদ পেলে লাকসাম থানা পুলিশ ওই গৃহবধূর লাশ উদ্ধার করে থানায় নিয়ে আসে।
এ ঘটনার সাথে জড়িত সন্দেহে গৃহবধূর স্বামী সাইফুল ইসলাম কে পুলিশ আটক করে।
লাকসাম থানা পুলিশের ওসি মেজবাহ উদ্দিন ভুঁইয়া ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, ঘটনার সাথে জড়িত সন্দেহে গৃহবধূর স্বামী সাইফুল ইসলাম কে পুলিশ আটক করা হয়েছে এবং নিহতের মরদেহ ময়নাতদন্তে জন্য কুমেক হাসপাতালে পাঠানো হয়েছে।