দিনাজপুরের চিরিরবন্দরে নানার বাড়ীতে বেড়াতে এসে আত্রাই নদীতে গোসলে নেমে নিহাদ (৫) নামের এক শিশু নিখোঁজ হওয়ার ১৮ ঘন্টা পর ফায়ার সার্ভিসের রংপুর ডুবুরী দল তাকে আড়াই কিলোমিটার দূরে মাদারগঞ্জ আত্রাই সেতুর নিচে থেকে উদ্ধার করেছে। গত ৮ই অক্টোবর শনিবার দুপুর ১ টায় চিরিরবন্দর উপজেলার আউলিয়পুকুর ইউনিয়নের কৃষ্ণপুর বারোবাড়ি এলাকার আত্রাই নদীর মতিয়ার ঘাটে নিখোঁজের ঘটনাটি ঘটে।
মৃত শিশু নিহাদ (৫) চিরিরবন্দর উপজেলার কৃষ্ণপুর বারোবাড়ী এলাকার রাজমিস্ত্রী আবুল কালাম এর নাতি এবং গাইবান্ধা গোবিন্দগঞ্জ ডোমরগাছা এলাকার মিজানুর রহমান ও পারুল আকতার দম্পতির এক মাত্র ছেলে।
স্থানীয়রা জানান, শিশুটির পিতা মিজানুর রহমান ও তার মা পারুল আকতার দুজনে ঢাকায় গার্মেন্টসে চাকরি করেন, কাজের সুবিধার্থে নিহাদকে তার নানা নানীর হেফাজতে রেখে যায়। দুপুরে নিহাদ তার বন্ধুদের সঙ্গে খেলতেছিলো এরপর সব বন্ধুরা মিলে আত্রাই নদীতে গোসল করতে যায়। গোসল করার সময় নিহাদ তলিয়ে যায়। পরে তার সঙ্গে থাকা বন্ধু ও স্থানীয় বড় ভাইয়েরা অনেক খোঁজাখুজি করে। খোঁজ না মেলায় চিরিরবন্দর ফায়ার সার্ভিসকে ফোন দিলে ফায়ার সার্ভিস রংপুর থেকে ডুবরি দল এনে রাত ৮ টা পর্যন্ত অভিযান চালিয়ে খোঁজ না পেয়ে উদ্ধার অভিযান স্থগিত করেন এবং ৯ অক্টোবর সকাল ৮ টা হতে অভিযান পরিচালনা করেন এবং সকাল আনুমানিক ১০ টায় মাদারগঞ্জ আত্রাই সেতুর নিচে থেকে মরদেহ উদ্ধার করেন।