১০০ দিনের কার্যক্রম নিয়ে কাজ করার অঙ্গীকার করলেন নবাগতপুলিশ সুপার কামরুজ্জামান

আইন-অপরাধ আরো পরিবেশ রাজশাহী সারাদেশ
শেয়ার করুন...

হারুনুর রশিদ শেরপুর প্রতিনিধি: জনবান্ধব পুলিশি সেবার মান জনগণের দোড়গোড়ায় পৌছেদিতে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশনায়সারাদেশের ন্যায় শেরপুর জেলার আইন-শৃঙ্খলা উন্নয়নে আগামী১০০ দিনের পুলিশিং কার্যক্রম এবং ৭টি অঙ্গীকার নিয়ে মাঠেকাজ করার ঘোষণা দিলেন শেরপুরের নবাগত পুলিশ সুপার মো.কামরুজ্জামান বিপিএম।শেরপুর জেলা পুলিশের আয়োজনে পুলিশ সুপার কার্যালয়েরসম্মেলন কক্ষে মিট দ্য প্রেস বৃহস্পতিবার সকাল ১১টায় নবাগতপুলিশ সুপার মো. কামরুজ্জামান বিপিএম এরসভাপতিত্বে অনুষ্ঠিত হয় । তিনি উপস্থিত গণমাধ্যমকর্মীদেরকাছে ১০০ দিনের শেরপুর জেলার পুলিশিং কার্যক্রমের আওতায়৭টি গুরুত্বপূর্ণ সামাজিক অপরাধ নির্মূলের জন্য যুদ্ধঘোষনা করেন । এসময় তিনি মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স,সামাজিক অবক্ষয় সৃষ্টিকারীদের বিরুদ্ধে কঠোর অবস্থান,স্পেশাল রেসপন্স টিম (এসআরটি) গঠন, টক-টু-এসপি সেবাচালু, আপনার এসপি আপনার কাছে কার্যক্রম চালু, পুলিশবুলেটিন চালু এবং মামলা তদন্তে বিশেষ টিম গঠনসহ বিভিন্নকার্যক্রম তুলে ধরেন।এর আগে তিনি তার চাকুরী জীবনের ভিডিও চিত্রগুলো প্রদর্শনকরেন। এছাড়াও নবাগত পুলিশ সুপার মো. কামরুজ্জামানবিপিএম শেরপুর জেলার আইন-শৃঙ্খলা উন্নয়নে উপস্থিতগণমাধ্যমকর্মীদের কাছে সার্বিক সহযোগিতা কামনা করেন।এসময় বক্তব্য রাখেন শেরপুর প্রেসক্লাব সভাপতি মো. শরিফুররহমান, সাধারণ সম্পাদক মো. মেরাজ উদ্দিন, সিনিয়র সহ-সভাপতি মলয় মোহন বল , প্রেসক্লাবের সাবেক সভাপতিএডভোকেট রফিকুল ইসলাম আধার, এসএম শহীদুল ইসলাম,জিএইচ হান্নান, সঞ্জীব চন্দ বিল্টু প্রমুখ।এছাড়াও অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন) মোহাম্মদ আবু বকরসিদ্দিক, অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মোহাম্মদ হান্নান মিয়া, সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) বছিরআহমেদ বাদল, ডিআইও-১ মোহাম্মদ জাহাঙ্গীর আলম, জেলাগোয়েন্দা শাখার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রিয়াদ মাহমুদসহপ্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকগণ উপস্থিতছিলেন।


শেয়ার করুন...

Leave a Reply

Your email address will not be published.