বগুড়া শেরপুরে প্রতিমা ভাঙচুর: এএসপি’র ঘটনাস্থল পরিদর্শন

আইন-অপরাধ আরো পরিবেশ রাজশাহী সারাদেশ
শেয়ার করুন...

মিন্টু ইসলাম শেরপুর (বগুড়া) প্রতিনিধি:
বগুড়ার শেরপুরে বিশ্বা ও তিরাইল বিশ্বা বেলগাড়ি মহাশ্মশান কালিমন্দির ঘাট এলাকায় ১০ সেপ্টেম্বর শনিবার রাতে সনাতন ধর্মাবলম্বীদের কালিমাতা প্রতিমা ভাঙচুর করেছে দুর্বৃত্তরা। এ ঘটনায় ১২ সেপ্টেম্বর সোমবার সকালে অতিরিক্ত পুলিশ সুপার (অপরাধ) আব্দুর রশিদ ঘটনাস্থল পরিদর্শন করেছেন। জানা যায়, উপজেলার ভবানীপুর ইউনিয়নের বিশ্বা ও তিরাইল বিশ্বা বেলগাড়ি মহাশ্মশান কালিমন্দিরের কালিমাতা প্রতিমা কে বা কাহারা রাতের আধারে ভেঙ্গে ফেলে। ওই মন্দির কমিটির সভাপতি মনোরঞ্জন সরকার বলেন, মহাশশ্মান এলাকায় গেলে দেখি কালী মন্দিরটির প্রধান ফটকের তালা ভাঙা। সেইসঙ্গে মন্দিরের ভেতরে রক্ষিত প্রতিমার বিভিন্ন অংশও ভেঙে মাটিতে পড়ে আছে। সম্ভবত শনিবার রাতের কোনো এক সময় দুর্বৃত্তরা মন্দিরে ঢুকে মূর্তিগুলো ভাঙচুর করেছে। কারণ একদিন আগেও মন্দিরের প্রতিমাগুলো অক্ষত ছিল। শেরপুর উপজেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি নিমাই ঘোষ এই ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানান। পাশাপাশি অবিলম্বে দোষীদের খুঁজে বের করে দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করার জোর দাবি করেন তিনি। ১২ সেট্বেম্বর সোমবার সকালে ঘটনাস্থল পরিদর্শন করেন বগুড়ার অতিরিক্ত পুলিশ সুপার(অপরাধ) আব্দুর রশিদ, শেরপুর উপজেলা নির্বাহি কর্মকর্তা মো. ময়নুল ইসলাম, শেরপুর থানার অফিসার ইনচার্জ মো. আতাউর রহমান খোন্দকার, ভবানীপুর ইউনিয়নের চেয়ারম্যান আবুল কালাম আজাদ, উপজেলা পুজা উদযাপন পরিষদের সাধারণ সম্পাদক সংগ্রাম কুন্ডু প্রমূখ। এ প্রসঙ্গে বগুড়ার অতিরিক্ত পুলিশ সুপার(অপরাধ) আব্দুর রশিদ বলেন, ঘটনাটি জানার পর ওই মন্দিরটি পরিদর্শন করেছি। সেইসঙ্গে এই মূর্তি ভাঙচুরের ঘটনায় জড়িতদের সনাক্ত করতে ইতিমধ্যে কাজ শুরু করা হয়েছে। দ্রুততম সময়ের মধ্যেই জড়িতদের আইনের আওতায় আনা সম্ভব হবে বলে আশাবাদ ব্যক্ত করছি।

image_pdfimage_print

শেয়ার করুন...

Leave a Reply

Your email address will not be published.