অনলাইন ডেস্কঃ গত ২৪ ঘণ্টায় দেশে করোনায় আক্রান্ত হয়ে মারা গেছেন আরও ৩৬ জন। এর আগে গতকাল ৩৪ ও গত পরশু ৩৮ জন মারা গেছেন। এখন পর্যন্ত মারা গেছেন ১২ হাজার ৬১৯ জন।
একই সময়ে করোনাভাইরাসে আক্রান্ত আরও এক হাজার ৭১০ জনকে শনাক্ত করা হয়েছে। এখন পর্যন্ত মোট শনাক্ত হয়েছেন আট লাখ ৫৪০ জন।
আজ সোমবার বিকেলে স্বাস্থ্য অধিদপ্তর থেকে দেওয়া সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়েছে।
এতে বলা হয়, রোববার সকাল ৮টা থেকে সোমবার সকাল ৮টা পর্যন্ত অ্যান্টিজেন ও আরটি-পিসিআর পদ্ধতিতে ১৮ হাজার ১৭৮টি নমুনা পরীক্ষা করে আরও এক হাজার ৭১০ জনের করোনা শনাক্ত হয়েছে। পরীক্ষা বিবেচনায় শনাক্তের হার নয় দশমিক ৪১ শতাংশ।
আজ বিজ্ঞপ্তিতে জানানো হয়, গত ২৪ ঘণ্টায় মারা যাওয়া ৩৬ জনের মধ্যে ২৫ জন পুরুষ ও ১১ জন নারী। বয়সভিত্তিক বিশ্লেষণে তাদের মধ্যে চার জনের বয়স ৩১-৪০ বছরের মধ্যে, পাঁচ জনের বয়স ৪১-৫০ বছরের মধ্যে, নয় জনের বয়স ৫১-৬০ বছরের মধ্যে ও ষাটোর্ধ্ব ১৮ জন।
২৪ ঘণ্টায় সুস্থ হয়েছেন এক হাজার ৫৬৭ জন। এখন পর্যন্ত সুস্থ হয়েছেন সাত লাখ ৪০ হাজার ৩৭২৫ জন। সব মিলিয়ে এ পর্যন্ত ৫৯ লাখ ৪৭ হাজার ৫১৩টি নমুনা পরীক্ষা করা হয়েছে।
বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়, মোট শনাক্ত বিবেচনায় সুস্থতার হার ৯২ দশমিক ৪৮ শতাংশ এবং মৃত্যুর হার এক দশমিক ৫৮ শতাংশ। সূত্রঃ ডেইলি স্টার