রাজবাড়ীর গোয়ালন্দে ক্রিকেট টুর্নামেন্টে ‘মাশরাফি ফ্যান ক্লাব’ চ্যাম্পিয়ন

আরো খেলা ঢাকা সারাদেশ
শেয়ার করুন...

জহুরুল ইসলাম হালিম, রাজবাড়ী
রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলার দৌলতদিয়ায় ‘গণি মন্ডল স্মৃতি ক্রিকেট টুর্নামেন্ট’-২০২২ এ মাশরাফি ফ্যান ক্লাব চ্যাম্পিয়ন হয়েছে।

শুক্রবার (৯ সেপ্টেম্বর) বিকেলে দৌলতদিয়া হেলিপ্যাড মাঠে আয়োজিত টুর্নামেন্টের ফাইনাল খেলায় তারা ‘শিরোনামহীন ক্রিকেট একাদশকে’ ৯ উইকেটের বড় ব্যাবধানে হারিয়ে এ জয় অর্জন করে।

গণি মন্ডল গোয়ালন্দ উপজেলা আওয়ামী লীগের সাবেক দূর্যোগ ও ত্রান বিষয়ক সম্পাদক ও দৌলতদিয়া ইউনিয়ন পরিষদের জনপ্রিয় প্যানেল চেয়ারম্যান ছিলেন। ২০২১ সালের ১ এপ্রিল রাতে দূর্বৃত্তদের করা গুলিতে তিনি প্রান হারান।

ফাইনাল খেলার প্রথমে ব্যাট করতে নেমে নির্ধারিত ১৬ ওভারের মধ্যে শিরোনামহীন ক্রিকেট একাদশ ১৪ ওভার ব্যাট করতে সমর্থ হয়।সবকটি উইকেট হারিয়ে তাদের দলীয় সংগ্রহ দাড়ায় ১৫২ রান।

১৫৩ রানের টার্গেটে ব্যাট করতে নেমে মাশরাফি ফ্যান ক্লাব মাত্র ১০ ওভার ২ বলে এক উইকেট হারিয়ে লক্ষে পৌঁছে যায়।

চ্যাম্পিয়ন দলের ওপেনার মেহেদী হাসান সুজন ৯৮ রানের ঝড়ো ইনিংস খেলে নটআউট থাকেন। নির্বাচিত হন ম্যান অব দ্যা ফাইনাল।

পুরস্কার হিসেবে চ্যাম্পিয়ন দলকে ট্রফি ও ১৫ হাজার টাকার প্রাইজমানি এবং রানারআপ দলকে ট্রফি ও ১০ হাজার টাকার প্রাইজমানি দেয়া হয়।

টুর্নামেন্টের আহবায়ক সাবেক ছাত্রলীগ নেতা রিজভি জামান শামীম বলেন, চলতি বছরের ৭ ফেব্রুয়ারী ২৪ টি দলের অংশগ্রহনে এ টুর্নামেন্টের উদ্বোধন করেন গোয়ালন্দ উপজেলা পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সভাপতি মো. মোস্তফা মুন্সি।

টুর্নামেন্টে ২ টি সেঞ্চুরিসহ ৪ শতাধিক রান তুলে চ্যাম্পিয়ন দলের মেহেদী হাসান সুজন সেরা ব্যাটম্যান এবং রানারআপ দলের এপি আকাশ ১৫ উইকেট নিয়ে সেরা বোলার নির্বাচিত হন।

শামীম বলেন, গনি মন্ডল এ এলাকার অত্যন্ত জনপ্রিয় একজন নেতা ছিলেন। তিনি খেলাধুলার প্রতি অনেক আকৃষ্ট ছিলেন। অনেক পৃষ্ঠপোষকতা করতেন। আমরা তার হত্যার সাথে জড়িত সকল অপরাধীদের গ্রেফতার ও ফাঁসির দাবি করছি। আমরা চেষ্টা করবো তার স্মৃতি বাঁচিয়ে রাখতে এ টুর্নামেন্টটি প্রতিবছর আয়োজন করতে হবে।

ফাইনাল খেলার পুরস্কার বিতরণী অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গোয়ালন্দ উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বিপ্লব ঘোষ, যুগ্ম সাধারণ সম্পাদক ফকির আমজাদ হোসেন, দৌলতদিয়া ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শফিকুর রশিদ টিটু, রাজবাড়ী জেলা আওয়ামী মটর চালক লীগের সভাপতি তোফাজ্জল হোসেন তপু, গনি মন্ডলের ওয়ার্ড থেকে নব নির্বাচিত ইউপি সদস্য ও তারই বড় ছেলে আলমগীর মন্ডল প্রমূখ।

অনুষ্ঠান সঞ্চালনা করেন টুর্নামেন্টের সদস্য সচিব ও দৌলতদিয়া ইউনিয়ন ছাত্রলীগের সাধারণ সম্পাদক জুবায়ের হোসেন লিমন।

ছবি সংযুক্তঃ
গোয়ালন্দের দৌলতদিয়ায় গণি মন্ডল স্মৃতি ক্রিকেট টুর্নামেন্ট -২০২২ এ চ্যাম্পিয়ন মাশরাফি ফ্যান ক্লাবের খেলোয়াড়দের হাতে ট্রফি ও প্রাইজমানি তুলে দিচ্ছেন অতিথিরা। শুক্রবার (৯ সেপ্টেম্বর) সন্ধ্যায় তোলা ছবি।

জহুরুল ইসলাম হালিম
জেলা প্রতিনিধি রাজবাড়ী
তারিখ-১০ সেপ্টেম্বর ২০২২ ইং
মোবাইল-০১৭১৬৮৯৭৩৮৩।


শেয়ার করুন...

Leave a Reply

Your email address will not be published.