জহুরুল ইসলাম হালিম, রাজবাড়ী সংবাদদাতাঃ
সাড়ে ১৬ কেজি গাঁজাসহ মো. আশিকুর রহমান (২৪) নামে এক যুবককে রাজবাড়ীর কালুখালী থেকে আটক করেছে র্যাব-৮। এসময় গাঁজা পরিবহনের কাজে ব্যবহৃত একটি মাইক্রোবাস জব্দ করা হয়েছে।
সে কুষ্টিয়া জেলার দৌলতপুর উপজেলার পিলিপ নগর গ্রামের মো. আছান মালিথার ছেলে।
মঙ্গলবার (২৩ আগস্ট) দুপুরে এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে বিষয়টি নিশ্চিত করে র্যাব-৮, সিপিসি-২ ফরিদপুর ক্যাম্প। এর আগে গতকাল দিবাগত রাত সোয়া ৯টার দিকে কালুখালীর মোহনপুর কে,বি ইট ভাটার সামনে রাজবাড়ী-কুষ্টিয়া আঞ্চলিক মহাসড়কে অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়।
প্রেস বিজ্ঞপ্তি সূত্রে জানা যায়, গোয়েন্দা তথ্যের উপর ভিত্তি করে অত্র ক্যাম্পের কোম্পানী অধিনায়ক লে. কমান্ডার মো. শহিদুল ইসলাম এবং স্কোয়াড অধিনায়ক অতিরিক্ত পুলিশ সুপার মো. খোরশেদ আলম এর নেতৃত্বে একটি বিশেষ আভিযানিক দল কে,বি ইট ভাটার সামনে রাজবাড়ী-কুষ্টিয়া আঞ্চলিক মহাসড়কের উপর অস্থায়ী চেকপোষ্ট বসিয়ে অভিযান পরিচালনা করে মো. আশিকুর রহমানকে গ্রেফতার করে।
এসময় তার হেফাজত থাকা সাড়ে ১৬ কেজি গাঁজা, ও গাঁজা পরিবহনের কাজে ব্যবহৃত ১টি মাইক্রোবাস, ১টি সীমকার্ড এবং ১টি মোবাইল ফোন জব্দ করা হয়।
আটককৃতের স্বীকারোক্তির বরাত দিয়ে বিজ্ঞপ্তিতে আরও জানা যায়, সে একজন পেশাদার মাদক ব্যবসায়ী। সে দীর্ঘদিন যাবৎ উক্ত মাইক্রোবাস যোগে কুষ্টিয়া থেকে রাজবাড়ী মহাসড়ক ব্যবহার করে গাঁজার চালান নিয়ে রাজবাড়ী জেলার বিভিন্ন এলাকায় বিক্রয় করে আসছে।
উদ্ধারকৃত মাদকদ্রব্য ও অন্যান্য আলামত সহ গ্রেফতারকৃত আসামীর বিরুদ্ধে রাজবাড়ীর কালুখালী থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রন আইনে মামলা প্রক্রিয়াধীন।