রাঙ্গামাটি সংবাদদাতাঃ
সংস্কৃতি ও ক্রীড়ার মাধ্যমে দেশের মানুষকে উদ্বুদ্ধ করা যায় সেটা জাতির পিতার জ্যোষ্ঠ পুত্র শেখ কামাল প্রমান করেছে বলে মন্তব্য করেছেন রাঙ্গামাটি জেলা প্রশাসক মোহাম্মদ মিজানুর রহমান। তিনি বলেন স্বাধীন বাংলাদেশে জাতির পিতার পরিবারকে নিয়ে অনেক ষড়যন্ত্র হয়েছে। এখনো অব্যাহত রয়েছে এ ষড়যন্ত্র। তিনি সকলকে সজাগ থাকার আহবান জানান।
বীর মুক্তিযোদ্ধা শহীদ ক্যাপ্টেন শেখ কামালের ৭৩ তম জন্মবার্ষিকী উপলক্ষে আলোচনা সভায় জেলা প্রশাসক মোহাম্মদ মিজানুর রহমান এ কথা বলেন।
রাঙ্গামাটি জেলা প্রশাসক মোহাম্মদ মিজানুর রহমানের সভাপতিত্বে সভায় জেলা পুলিশ সুপার মীর মোদদাছছের হোসন, অতিরিক্ত জেলা ম্যাজিষ্টেট মোঃ আল মামুন মিয়া, অতিরিক্ত জেলা প্রশাসক রাজস্ব এসএম ফেরদৌস ইসলাম, বীর মুক্তিযোদ্ধা ও আঞ্চলিক পরিষদ সদস্য হাজী কামাল উদ্দিন, রাঙ্গামাটি পাবলিক কলেজে অধ্যক্ষ তাসাদ্দিক হোসেন কবির, সাংবাদিক সুনীল কান্তি দে, স্কাউট কমিশনার মোঃ নুরুল আবছার, জেলা মৎস্য কর্মকর্তা শ্রীবাস চন্দ্র দাস সহ বিভিন্ন প্রতিষ্ঠানে প্রধান গণ উপস্থিত ছিলেন।
পরে রাঙ্গামাটি যুব উন্নয়ন অধিদপ্তরের উদ্যোগে ৯ টি সংগঠনের মাঝে ৪০ হাজার টাকা করে নগদ অর্থ বিতরন করেন এবং বন বিভাগের পক্ষ থেকে গাছের চারা বিতরণ করা হয়।
এর আগে রাঙ্গামাটি জেলা প্রশাসক কার্যালয়ের সম্মুখে শেখ কামালের প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ করেন রাঙ্গামাটি জেলা প্রশাসক মোহাম্মদ মিজানুর রহমান, জেলা পুলিশ সুপার মীর মোদদাছছের হোসন, বীর মুক্তিযোদ্ধা ও আঞ্চলিক পরিষদ সদস্য হাজী কামাল উদ্দিন সহ বিভিন্ন প্রতিষ্ঠান।