উলিপুর (কুড়িগ্রাম) সংবাদদাতাঃ
কুড়িগ্রামের উলিপুরে জেলার নয়টি উপজেলায় কর্মরত ৫৩ টি স্বেচ্ছাসেবী প্রতিষ্ঠানের মিলন মেলা অনুষ্ঠিত হয়েছে l
আজ রোববার ৩১ জুলাই বিকাল ৩ ঘটিকায় জেলার উলিপুর বণিক সমিতি মিলনায়তনে এ মিলন মেলার উদ্বোধন করেন, কুড়িগ্রাম-৩ আসনের জাতীয় সংসদ সদস্য অধ্যাপক এমএ মতিন l
এ সময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, ডাক্তার রফিকুল ইসলাম, অধ্যক্ষ জোবায়ের আল মুকুল, জেলা শিল্প কলা একাডেমির সাধারণ সম্পাদক অধ্যক্ষ রাশেদুজ্জামান বাবু l
“উলিপুর বাতিঘর” নামের একটি স্বেচ্ছাসেবী সংগঠনের আয়োজনে এ মিলন মেলার সহযোগী আয়োজক “উৎসর্গ ফাউন্ডেশন” নামের অপর একটি স্বেচ্ছাসেবী প্রতিষ্ঠান l
এ সময় সংগঠন গুলোর উপর অর্পিত দায়িত্ব ও কর্তব্য উল্লেখ করে বক্তব্য রাখেন, প্রধান শিক্ষক ও “আনসারী আইটি” প্রতিষ্ঠানের কর্ণধার মোঃ রফিকুল ইসলাম আনসারী, বাতিঘরের সমন্বয়ক এস আলম, আবুল কালাম আজাদ, নূর আমিন, স, ম, আল মামুন সবুজ, খোরশেদ আলম প্রমুখ l
মিলন মেলায় অতীতের কাজের আলোকে প্রতিটি সংগঠনকে এবং স্বেচ্ছা সেবীদের মাঝে সম্মাননা স্মারক ও বই উপহার দেয়া হয় l