মতলব উত্তরে পুলিশ সদস্যের বিরুদ্ধে গাছ কাটার অভিযোগ

আইন-অপরাধ আরো চট্টগ্রাম পরিবেশ সারাদেশ
শেয়ার করুন...

মতলব উত্তর সংবাদদাতাঃ
চাঁদপুর জেলার মতলব উত্তরে জায়গায় জমি সংক্রান্ত বিরোধের জেরে গাছের চারাগাছ কেটে ফেলার অভিযোগ শেখ লুৎফর রহমান লালু এবং তার ছেলে পুলিশ সদস্য শেখ ঈশা খাঁ’র বিরুদ্ধে।

উল্লেখ্য, ২৮ জুলাই বৃহস্পতিবার সকালে মোঃ নবী হোসেন তার বাড়িতে না থাকায় সেই সুযোগে তার বসতবাড়ির গাছ কেটে বাড়ির উঠোনে ফেলে যায় পুলিশ সদস্য শেখ ঈশা খাঁ।

ক্ষতিগ্রস্ত নবী হোসেন বলেন, “শেখ লুৎফর রহমান লালু এবং তার ছেলে পুলিশ সদস্য শেখ ঈশা খাঁ আমার অনুপস্থিতিতে আমার বসতবাড়ির চারা গাছ কেটে বাড়ির উঠোনে ফেলে রেখে যায়। এ বিষয়ে আমি মতলব উত্তর থানায় অভিযোগ করেছি। শেখ ঈশা খাঁ পুলিশ সদস্য হওয়ায় সেই ক্ষমতায় আমাকে ভয়ভীতি দেখিয়ে আসছে। আমি আইনের মাধ্যমে এর সুষ্ঠ সমাধান চাই। আমি প্রশাসনের সুদৃষ্টি কামনা করছি।”

স্থানীয় লোকজন বলেন, গাছ কাটার সময় সাধারণ জনগণ বাধা দিতে গেলে শেখ লুৎফর রহমান লালু এবং তার ছেলে পুলিশ সদস্য শেখ ঈশা খা লোকজনদের অকথ্য ভাষায় গালিগালাজ করেন। ভয়ভীতি দেখায়।

মতলব উত্তর থানার অফিসার ইনচার্জ শাহ জাহান কামাল বলেন, “গাছ কাটার ঘটনায় একটি লিখিত অভিযোগ পেয়েছি। বিষয়টি সাধারণ ডায়েরি করে তদন্ত করা হচ্ছে।”

image_pdfimage_print

শেয়ার করুন...

Leave a Reply

Your email address will not be published.