লাকসামে জামাতে নামাজ প্রতিযোগিতা পুরষ্কার পেল দেড় শতাধিক শিশু :দূর্বারবিডি

ইসলামিক কুমিল্লা চট্টগ্রাম পরিবেশ শিক্ষা সারাদেশ সাহিত্য
শেয়ার করুন...

ফারুক আল শারাহ: কুমিল্লার লাকসামে ৪০ দিনে জামাতে নামাজ প্রতিযোগিতায় অংশ নিয়ে দেড় শতাধিক শিশু পুরষ্কৃত হয়েছে। রবিবার বিকেলে পৌর শহরের ‘বাতাখালি সামাজিক উন্নয়ন ফাউন্ডেশন’র উদ্যোগে এ পুরষ্কার বিতরণী অনুষ্ঠিত হয়।
জানা যায়, সামাজিক-স্বেচ্ছাসেবী সংগঠন ‘বাতাখালী সামাজিক উন্নয়ন ফাউন্ডেশন’ নামাজের প্রতি শিশু-কিশোরদের উৎসাহিত করতে ওই গ্রামের ৯টি মসজিদে একযোগে জামাতে নামাজ আদায়ের প্রতিযোগিতার আয়োজন করে। ৭ থেকে ১৩ বছর বয়সী ১৫৩ জন শিশু বেশ উৎসাহের সাথে এ প্রতিযোগিতায় অংশগ্রহণ করে। প্রতিযোগিতায় অংশগ্রহণকারীদের মধ্যে সেরা ৭ জনকে বাই-সাইকেল প্রদান করা হয়। এসময় বাকী ১৪৬ প্রতিযোগিকে উৎসাহমুলক পুরষ্কার প্রদান করা হয়।
আয়োজিত পুরষ্কার বিতরণী অনুষ্ঠানে আমন্ত্রিত অতিথি ছিলেন, বাতাখালী হাফেজিয়া মাদ্রাসা ও এতিমখানার পরিচালক, সাংবাদিক-কলামিষ্ট এম.এস দোহা, বাতাখালী আলেম ওলামা পরিষদের সভাপতি হাফেজ মাও. আবু নোমান, মাও. নুরুন্নবী, মাও. মুফতি মাহফুজুর রহমান, মাও. নাজমুল হাসান, মাও. মহিনসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ ও ‘বাতাখালী সামাজিক উন্নয়ন ফাউন্ডেশন’ এর নেতৃবৃন্দ।
অতিথিবৃন্দ এমন উদ্যোগের প্রশংসা করে বলেন, এটি সত্যিই এক ব্যতিক্রম উদ্যোগ। প্রতিযোগিতায় শিশুরা বেশ আগ্রহের সাথে মসজিদে এসে নামাজ আদায় করেছে। এমন উদ্যোগে উৎসাহিত হয়ে প্রতিযোগিদের মধ্যে অনেকেই স্থায়ীভাবে মসজিদে এসে জামাতে নামাজ আদায় করবে। আর্তমানবতার সেবায় ফাউন্ডেশনের অগ্রযাত্রা অব্যাহত থাকবে বলে তারা আশা প্রকাশ করেন।

image_pdfimage_print

শেয়ার করুন...

Leave a Reply

Your email address will not be published.