রাঙ্গামাটি সংবাদদাতাঃ
সন্তু লারমার নেতৃত্বাধীন পার্বত্য চট্টগ্রাম জনসংহতি সমিতি’কে খুনের রাজনীতি ও ভাতৃঘাতি সংঘাত বন্ধের আহ্বান জানিয়ে মানববন্ধন করেছে ইউপিডিএফ এর নারী সংঘ হিলউইমেন ফেডারেশন কেন্দ্রীয় কমিটি। বুধবার সকালে শহরের পার্বত্য চট্টগ্রাম আঞ্চলিক পরিষদের ফটকের সামনে এই মানববন্ধন অনুষ্ঠিত হয়।
মনাববন্ধনে বক্তারা বলেন, ১২ জুলাই দীঘিনালায় জীপন ত্রিপুরা ও ১৮ জুলাই অপর একজনক হত্যা করা হয়েছে। সন্তু লারমা পার্বত্য চট্টগ্রামের খুনের রাজনীতির জন্মদাতা, ভ্রাতৃঘাতি সংঘাতের জনক বলেও দাবি বক্তাদের।
বক্তারা আরও বলেন,সংঘাত বন্ধ করে চুক্তি বাস্তবায়নের কর্মসূচী ঘোষনা করুন। আমরা তাতে সমর্থন দিব। ভূমি বেদখলের, নারী ধর্ষণ ও অন্যায় অত্যাচারের বিরুদ্ধে ইউপিডিএফ এর সাথে মিলে আন্দোলনের কর্মসূচী দিন।
হিলউইমেন ফেডারেশনের কেন্দ্রীয় কমিটির সভাপতি নীতি শোভা চাকমা সন্তু লারমারকে উদ্দেশ্য করে বলেন, আপনি চুক্তি বাস্তবায়নের জন্য আন্দোলনের কথা বলেন, আবার সশস্ত্র সংগ্রাম শুরু করেছেন। আঞ্চলিক পরিষদের গদি রক্ষার জন্য নিজের দলের কর্মীদের বলি দিচ্ছেন। ২০০০, ২০০৬ ও ২০১৮ সালে ভাতৃঘাতি সংঘাত বন্ধ ও যৌথভাবে চুক্তি বাস্তবায়নের আন্দোলন জোরদার করতে ইউপিডিফের সাথে সমঝোতা করেও তা ভঙ্গ করে আমাদের কর্মীদের নির্বিচারে হত্যা করছেন।
বক্তারা আঞ্চলিক পরিষদের চেয়রম্যান পদ হতে সন্তু লারমকে অপসরন ও গ্রেফতারের দাবিও জানান।
হিলউইমেন ফেডারেশনের কেন্দ্রীয় কমিটির সভাপতি নীতি শোভা চাকমা ও দপ্তর সম্পাদক এন্টি চাকমা ছাড়াও জেলা ও উপজেলার বিভিন্ন স্তরের নেতাকর্মী এসময় উপস্থিত ছিলেন।