কাপ্তাই হ্রদে নৌ পুলিশের অভিযান : তিন লক্ষাধিক মিটার নিষিদ্ধ জাল উদ্ধার

আইন-অপরাধ আরো চট্টগ্রাম সারাদেশ
শেয়ার করুন...

রাঙামাটি সংবাদদাতাঃ
কাপ্তাই হ্রদে নিষিদ্ধ মৌসুমে মাছ শিকার বন্ধে অভিযানে নেমেছে নৌ পুলিশ।
সোমবার দুপুরে হ্রদে অভিযান পরিচালনাকালে মশারী জাল, কারেন্ট জালসহ প্রায় তিন লক্ষাধিক মিটার নিষিদ্ধ পাতানো জাল উদ্ধার করা হয়।
এসময় কয়েকটি ঝাঁকও ভেঙ্গে অপসারণ করা হয়। অভিযানে কাউকে আটক করা হয়নি। নৌ পুলিশের উপস্থিতি টের পেয়ে অবৈধভাবে মাছ শিকারকারীরা পালিয়ে যায়।
কাপ্তাই হ্রদের সুবলং এলাকায় তিন ঘন্টাব্যাপী এই অভিযান পরিচালনা করা হয়। নৌ পুলিশের চট্টগ্রাম অঞ্চলের পুলিশ সুপার মোঃ মোমিনুল ইসলাম ভুৃঁইয়া অভিযানের নেতৃত্ব দেন।

হ্রদে অভিযান চলাকালে রাঙামাটি সদর ও বরকল থানার সীমান্তবর্তী এলাকা হতে অবৈধভাবে পাতানো ও ব্যবহৃত কারেন্ট জাল, মশারী জাল, সুতার জাল মিলিয়ে তিন লক্ষাধিক জাল উদ্ধার করা হয়। এছাড়াও বৃহৎ আকারের মাছের ঝোঁপ ও ঝাঁক ভেঙ্গে অপসারণ করা হয়।
অভিযানে রাঙামাটি সদর নৌ পুলিশ ফাঁড়ির ইনচার্জ ইরফানুর রহমানসহ নৌ পুলিশের সদস্যরা অংশ নেন।
কাপ্তাই হ্রদে নিষিদ্ধকালীন সময় নৌ পুলিশের এই অভিযান অব্যাহত থাকবে বলে জানান পুলিশ সুপার মোঃ মোমিনুল ইসলাম ভুঁইয়া।
উল্লেখ্য হ্রদে কার্প জাতীয় মাছের সুষ্ঠু প্রজননের লক্ষ্যে তিন মাস সকল ধরনের মাছ শিকার, পরিবহন ও বাজারজাত নিষিদ্ধ করে জেলাপ্রশাসন।


শেয়ার করুন...

Leave a Reply

Your email address will not be published.