রাঙ্গামাটিতে কৃষকদের মাঝে কৃষি উপকরণ ও দুস্থ মহিলাদের মাঝে সেলাই মেশিন এবং আর্থিক অনুদান বিতরণ

আরো কৃষি চট্টগ্রাম সারাদেশ
শেয়ার করুন...

রাঙ্গামাটি সংবাদদাতাঃ
রাঙ্গামাটিতে কৃষকদের মাঝে বিনামূল্যে কৃষি উপকরণ এবং দুস্থ মহিলাদের মাঝে সেলাই মেশিন এবং আর্থিক অনুদান বিতরণ করা হয়েছে।

বৃহস্পতিবার সকাল সাড়ে ১০টায় জেলা পরিষদ এনেক্স ভবনে পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের অর্থায়নে এবং জেলা পরিষদের ব্যবস্থাপনায় জেলার কৃষকদের মাঝে বিনামূল্যে পাওয়ার টিলার, পাওয়ার পাম্প,ফলজ ও বনজ চারা এবং দুস্থ মহিলাদের মাঝে সেলাই মেশিন বিতরণ করা হয়।

কৃষকদের মাঝে কৃষি উপকরণ এবং দুস্থ মহিলাদের মাঝে সেলাই মেশিন বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন খাদ্য মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি দীপংকর তালুকদার এমপি।

রাঙ্গামাটি পার্বত্য জেলা পরিষদ চেয়ারম্যান অংসুই প্রু চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠিত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রাঙ্গামাটি পার্বত্য জেলা পরিষদের মূখ্য নির্বাহী কর্মকর্তা মোঃ আশরাফুল ইসলাম, রাঙ্গামাটি পার্বত্য জেলা পরিষদ সদস্য হাজী মোঃ মুছা মাতব্বর, অংসুইছাইন চৌধুরী, বিপুল ত্রিপুরা, মোঃ আব্দুর রহিম, ঝর্ণা খীসা, সবির কুমার চাকমা প্রমূখ।

অনুষ্ঠানে কৃষকদের মাঝে ফলজ,বনজ প্রজাতির ১২ হাজার গাছের চারা, ১৮ টি পাওয়ার টিলার, ৪৫ টি পাম্প মেশিন, দুস্থ মহিলাদের মাঝে ৯০ টি সেলাই মেশিন এবং অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্থ পরিবার ও কাপ্তাইয়ে সন্ত্রাসীদের গুলিতে নিহত পরিবারের মাঝে নগদ তিন লক্ষ করে ছয় লক্ষ টাকা,এবং কলেজ গেইটে অগ্নিকান্ডের ক্ষতিগ্রস্ত ১৪ দোকানীকে ১০ হাজার টাকা করে ১লক্ষ ৪০ হাজার টাকা অর্থ সহায়তা প্রদান করা হয়।


শেয়ার করুন...

Leave a Reply

Your email address will not be published.