কুড়িগ্রাম সংবাদদাতাঃ
কুড়িগ্রাম জেলার ভূরুঙ্গামারী উপজেলার সদর ইউনিয়নের বাগভান্ডার গ্রামের মৃত হাওলাদারের ছেলে চঞ্চল মাহমুদ হাওলাদার ১২ জুলাই মঙ্গলবার ভোর থেকেই তার সন্ধান পাওয়া যাচ্ছে না।সে বাংলাদেশ আওয়ামী লীগ সহযোগী সংগঠনের সাথে ছাত্র জীবন থেকেই জড়িত।ভূরুঙ্গামারী উপজেলা ছাত্রলীগের দুঃসময়ের বলিষ্ঠ কণ্ঠস্বর ছিলেন। সে সময় চঞ্চল মাহমুদ হাওলাদার উপজেলার ছাত্রলীগের সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করেন। ছাত্র জীবন শেষ করে উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি হিসেবে বেশ সুনামের সাথে দায়িত্ব পালন করে আসছেন।
চঞ্চল মাহমুদ হাওলাদারের মা সেতারা বেওয়া বলেন আমার ছেলে অনেক ছোটতে থেকেই রাজনীতি করে আসছে। আমার ছেলের একটি ছোট বাচ্চা রয়েছে সেই বাচ্চাকে নিয়ে আমার বৌমা ঈদের জন্য বেড়াতে গেছে আমার বিয়াই বাড়িতে।এদিকে প্রতিদিনের মতো সোমবার রাত বারোটার দিকে বাসায় ফিরে। পরে মঙ্গলবার ভোররাতে আমি ফজরের নামাজ পড়ার সময় ঘুম থেকে উঠে দেখি আমার ছেলের রুমের দরজা খোলা রয়েছে সে নেই। তারপর থেকে বিভিন্ন জায়গায় ও আত্মীয় স্বজনের বাড়িতে খোঁজ করে কোন সন্ধান না পেয়ে আমি থানায় হাজির হয়ে একটা সাধারণ ডায়রি করি।ডায়রিতে এরকম কথা লিখে থানায় একটা সাধারণ ডায়রি করে যার নাম্বার ৫৫১।
এ বিষয়ে গণমাধ্যম কর্মীরা সেতারা বেওয়াকে ফোন দিয়ে এ বিষয়ে জানতে চাইলে সে সময় নেটওয়ার্ক সমস্যা থাকার কারনে সেতারা বেওয়ার কথা ক্লিয়ার ভাবে জানতে পারেনি গণমাধ্যম কর্মীরা।
ভুরুঙ্গামারী থানার অফিসার্স ইনচার্জ এ বিষয়ে বলেন সকাল থেকেই তাকে খুঁজে পাওয়া যাচ্ছে না এ বিষয়ে একটা সাধারণ ডায়েরি হয়েছে । আরো বলেন তার পরিবারের লোকজন খুজতেছে আমরাও খুঁজতেছি।
পরিশেষে পরিবারের লোকজন রাজনৈতিক বৃন্দ ও শুভাকাঙ্ক্ষীরা নিখোঁজ হওয়া চঞ্চল মাহমুদ হাওলাদারকে ফিরে পেতে স্থানীয় দেশবাসী ও প্রশাসনের সহযোগিতা ও দোয়া চেয়েছেন।যেনো সুস্থ ভাবে তার পরিবারের কাছে ফিরে আসতে পারে।