মিন্টু ইসলাম শেরপুর বগুড়া প্রতিনিধিঃ বগুড়ার শেরপুর উপজেলা শাহবন্দেগী ইউনিয়নের ধরমোকাম নামাপাড়া এলাকায় করতোয়া নদীতে ভাসমান অবস্থায় ৯ জুলাই সকাল সাড়ে ৯ টার দিকে অজ্ঞাত পরিচয় পাওয়া ছাত্রের লাশ উদ্ধারের পর পরিচয় পাওয়া গেছে, তার নাম সাম্মাম(১৮) লাশ উদ্ধার করেছে শেরপুর থানা পুলিশ। সে শেরপুর শহরের বারদুয়ারীপাড়ার শিক্ষক দম্পতি মোজাফফর রহমান ও মুর্শিদা খাতুনের একমাত্র ছেলে শেরউড ইন্টারন্যাশন্যাল স্কুল এন্ড কলেজের একাদশ শ্রেণির বিজ্ঞান বিভাগের শিক্ষার্থী ছিলেন। এরপর একই দিনে দুপুর সাড়ে ১২টার দিকে করতোয়া নদীর গোপালপুর এলাকা থেকে তার বন্ধু শিশির (১৮) ভাসমান লাশ উদ্ধার করে শেরপুর থানা পুলিশ। শিশির শেরপুর উপজেলার গাড়ীদহ ইউনিয়নের মহিপুর জামতলা এলাকার মো. লুৎফর রহমানের ছেলে এবং বগুড়া ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল এন্ড কলেজের একাদশ শ্রেণির ছাত্র ছিলেন। পারিবারিক সুত্রে জানা যায়, গতকাল শুক্রবার থেকেই তারা দুই বন্ধু সাম্মাম ও শিশির নিখোঁজ ছিলেন। ঈদের আগের দিনে দুই বন্ধুর লাশ উদ্ধারের ঘটনায় জনমনে আতংক বিরাজ করছে এবং শোকের ছায়া পড়েছে দুই পরিবার ও দুই অত্র এলাকায়। এ ব্যাপারে শেরপুর থানার অফিসার ইনচার্জ মো. শহিদুল ইসলাম জানান, নিহতের পরিবারের সদস্যরা তাদের লাশ সনাক্ত করেছে। লাশ ময়নাতদন্তের জন্য বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। রিপোর্ট এলে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।